দীর্ঘ
১৬ বছর পর বহুল প্রতীক্ষিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
হতে যাচ্ছে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর)। ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে
অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ ২০০৯ সালের পর ২০২৫ সালে এসে সম্মেলনের
মাধ্যমে নির্বাচিত কমিটি পেেত যাচ্ছে ১০টি উপজেলা ও ৪ পৌরসভার সাংগঠনিক
কাঠামো নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠেয় এ
সম্মেলনকে সামনে রেখে ইতোমধ্যে লাখো মানুষরে সমাগম করার সকল প্রস্তুতি
সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান
মাহমুদ ওয়াসিম।
সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য
রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে প্রধান বক্তার
বক্তব্য রাখবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। উদ্বোধন
করবেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, হাজী আমিন উর রশিদ
ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, বিএনপির
কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামম, কুমিল্লা বিভাগীয় সহ
সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ
বক্তব্য রাখবেন।
সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকাারিয়া তাহের সুমন। সঞ্চালনা করবেন সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
জানতে
চাইলে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, আমাদের স কল প্রস্তুতি সম্পন্ন
হয়েছে। সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা
যাচ্ছে। আমরা আশা করছি- সম্মেলনে লাখো নেতা-কর্মীর সমাগম ঘটবে।
জানা
গেছে, দেশের রাজনীতিতে বিএনপির ঘাটি হিসেবে গড়ে ওঠা কুমিল্লার উত্তর ও
দক্ষিণের উপজেলাগুলোর নেতৃত্ব কাঠামো পরিবর্তন ও শৃঙ্খলা আনতে জেলাটিকে
সাংগঠনিক ভাবে দুই ভাগ করে বিএনপি। রাজনীতি, অর্থনীতি ও ভৌগলিক ভাবে
গুরুত্বপূর্ণ এ এলাকায় বিএনপি সব সময়ই তাদের আধিপত্য ধরে রাখতে চেয়েছে। তবে
রাজনৈতিক দমন-পীড়ন ও বাঁধা-বিপত্তির কারনে আওয়ামী লীগের শাসনামলের দীর্ঘ
১৬ বছর দলটি এই ইউনিটের নেতৃত্ব সম্মেলনের মাধ্যমে নির্ধারণ করতে পারেনি।
কেন্দ্র থেকে নির্বাচিত আহ্বায়ক- সদস্য সচিব দিয়েই চলেছে কার্যক্রম। কর্মী
বান্ধব মাঠ গোছানো এবং আধিপত্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ মাঠের নেতাকর্মীদের
দ্বারা নির্বাচিত নেতৃত্ব তুলে আনতে আসন্ন এই সম্মেলন তাই বিএনপির কাছে
খুবই গুরুত্ববহ। দীর্ঘ বরিতরি পর অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনটি কুমিল্লা
জেলায় চব্বিশের অভ্যুত্থান পরবর্তিত সময়ে বিএনপির ধারক ও বাহক নির্ধারনে
এসিড টেস্ট হতে যাচ্ছে বলে মনে করনে বোদ্ধারা। তাদের উপরেই নির্ভর করবে
আগামী নির্বাচনসহ রাজনৈতিক কর্মকান্ডের সফলতা ও বিফলতা। রাজনৈতিক
বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘ বিরতির পর এই সম্মেলনের মধ্য দিয়ে আসা কমিটি
অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সাংগঠনিক প্রতিদ্বন্দ্বিতার জন্য দেশের
দক্ষিণ পূর্বাঞ্চলের বিএনপি'র অন্যতম শক্তিশালী ইউনিট। তবে এই কমিটি ব্যর্থ
হলে, রাজনৈতিক কোন্দল ও যোগ্য নেতৃত্বশূন্যতা কিংবা নেতৃত্ব জট আঁকড়ে ধরবে
ইউনিটিকে।
দলীয় সূত্র জানায়, জেলার ১৭টি উপজেলার মধ্যে দক্ষিণের ১০টি
উপজেলা নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক ইউনিট। ২০২২ সালের ৩০
মে ৪১ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
দেওয়া হয়। এতে আমিন উর রশিদ ইয়াছিনকে আহ্বায়ক এবং জেলার ব্রাহ্মণপাড়া
উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনকে সদস্য সচিব করা হয়। এ ছাড়া নয়জনকে
যুগ্ম আহ্বায়ক করে বাকিদের সদস্য করা হয়। ওই কমিটি দীর্ঘ দুই বছর সাত মাস
দায়িত্ব পালন করে। সর্বশেষ চলতি বছর ২ জানুয়ারি রাতে ওই কমিটি বিলুপ্ত হয়।
পরে
ফেব্রুয়ারি মাসের ২ তারিখ নতুন ৫ সদস্যের আহ্বায়ক কমিটির আংশিক নাম প্রকাশ
করে কেন্দ্রিয় বিএনপি। যেখানে আহ্বায়ক করা হয় কুমিল্লা-৮ (বরুড়া) আসনের
সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহেরকে (সুমন)। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির
কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের পদে আছেন। এ ছাড়া সদস্যসচিব হিসেবে দায়িত্ব
দেওয়া হয়েছে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে। তিনি সর্বশেষ কুমিল্লা দক্ষিণ
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র-ছাত্রী
সংসদের ভিপি ছিলেন।
পরে একই মাসের ২৪ তারিখ ৪১ সদস্যের পূর্ণাঙ্গ
আহ্বায়ক কমিটির নাম প্রকাশ করা হয়। তাদের নেতৃত্বেই শেষ হয় দক্ষিণ জেলার
আওতাধীন সকল ইউনিটের সম্মেলন।
১০টি উপজেলার ১০৩ টি ইউনিয়ন ১১৭টি ওয়ার্ড
কমিটি সম্মেলনের মাধ্যমে করেছেন এবং ৪টি পৌরসভার ৩৬টি ওয়ার্ডের কমিটি করা
হয়েছে। দক্ষিণ জেলার অন্তর্গত ডেলিগেট রয়েছে ৭০ হাজারের উপরে। এর মধ্যে
কাউন্সিলর রয়েছেন ১৪১৪ জন। তারা কাউন্সিলে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা
গেছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহেরকে (সুমন)
বলেন, উপজেলা ও চারটি পৌরসভা আওতাধীন সকল ইউনিটের সম্মেলনের মধ্য দিয়ে আমরা
দক্ষিণ জেলা বিএনপির' সফল সম্মেলনের দ্বারপ্রান্তে। এতগুলো সম্মেলন করে
আসতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে - বিভিন্ন এলাকায় কোন দল
নিরসন করতে গিয়ে। এতেও আমরা সফল হয়েছি এবং সবগুলো ইউনিটে সফল সম্মেলনের
মধ্য দিয়ে নেতৃত্ব পাওয়া গিয়েছে।
সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ
ওয়াসিম বলেন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপি নেতৃত্ব পেতে যাচ্ছে। এই নেতৃত্ব আগামী নির্বাচনে ইতিবাচক প্রভাব
ফেলবে। আমাদের উপর আস্থা রাখার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমান সহ শিশুর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।