শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২
সাব্বির হত্যা মামলা কুমিল্লায় দুই আ’লীগ নেতা গ্রেপ্তার
শাহীন আলম
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৭ এএম |




  সাব্বির হত্যা মামলা কুমিল্লায় দুই  আ’লীগ নেতা  গ্রেপ্তার কুমিল্লার দেবিদ্বারে গত বছর বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাব্বির হোসেন হত্যার ঘটনায় মামলার আসামী সাইফুল ইসলাম বেপারী ও শিক্ষার্থী আবু বকরকে হত্যাচেষ্টা মামলায় মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ । এরমধ্যে সাইফুল ইসলাম বেপারী সাব্বির হোসেন হত্যা মামলার ৬৪ নং এজহার নামীয় আসামী এবং মাসুদ রানা শিক্ষার্থী আবু বকরকে হত্যাচেষ্টা আসামী। তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ। 
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুুপরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।  গ্রেপ্তার সাইফুল ইসলাম বেপারী (৪২) গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানিকান্দি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে এবং ওই ইউনিয়নের আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক ও মাসুদ রানা (৩৮) জাফরগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গঙ্গানগর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে এবং ইউনিয়ন আওয়ামীলীগ নেতা। 
জানা গেছে, গত বছরের ৫ আগষ্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর ছাত্রজনতা দেবিদ্বার থানা ঘেরাও করার সময় সাব্বির হোসেন মাথায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১ মাস আট দিন চিকিৎসার পর বাড়ি নিয়ে আসলে ১৪ আগস্ট সকালে সাব্বির মারা যায়। নিহত সাব্বির হোসেন মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। বাবা মারা যাওয়ার পর মায়ের সাথে দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে নানার বাড়িতে থাকত। সে একটি স্কুলে নবম শ্রেনীতে পড়ালেখার পাশাপাশি অটোরিক্সা চালিয়ে সংসার চালাত। সাব্বির হত্যার ঘটনায় গত ৮ সেপ্টেম্বর সাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক দেবিদ্বারের এমপি আবুল কালাম আজাদসহ ৯৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ৬৩নং এজহারভুক্ত আসামি সাইফুল ইসলাম বেপারী। অপরদিকে, গত বছরের ৪ আগস্ট দেবিদ্বার কলেজ রোডে স্কুল ছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় শিক্ষার্থী আবু বকরের পিতা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ এজহারভূক্ত ৭৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় মাসুদ রানাকে গ্রেপ্তার দেখানো হয়।  আহত আবু বকর এখনো চিকিৎসাধীন রয়েছেন। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম বেপারী ও মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছেল। সাইফুল ইসলাম সাব্বির হত্যা মামলার ৬৩নং এজহার নামীয় আসামি এবং মাসুদ রানা আবু হত্যার চেষ্টা মামলার আসামী। তাদের  শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা মহানগরে ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা
বহুল প্রতীক্ষিত সম্মেলন আজ
ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরলেন প্রধান উপদেষ্টা
মুক্তি পাচ্ছে আলো সাহা আল্পনার মৌলিক গানের মিউজিক ভিডিও ‘মন তবু তোমাকে চায়’
৫ দফা দাবিতে কুমিল্লার বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে যৌথ চেকপোস্ট অভিযান
কুমিল্লায় লাউ চাষে সফল দুই গ্রামের তিন কৃষক
এদেশের মানুষের ইজ্জত, সম্মান আমানত একমাত্র তারেক রহমানের কাছে নিরাপদ- ড. রশিদ আহমেদ হোসাইনী
ডোবার পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু
পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন কুমিল্লার তমাল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২