কুমিল্লার
দেবিদ্বারে গত বছর বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত
সাব্বির হোসেন হত্যার ঘটনায় মামলার আসামী সাইফুল ইসলাম বেপারী ও শিক্ষার্থী
আবু বকরকে হত্যাচেষ্টা মামলায় মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
এরমধ্যে সাইফুল ইসলাম বেপারী সাব্বির হোসেন হত্যা মামলার ৬৪ নং এজহার নামীয়
আসামী এবং মাসুদ রানা শিক্ষার্থী আবু বকরকে হত্যাচেষ্টা আসামী। তাদের
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি)
শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে
পৃথক দুই অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৬
সেপ্টেম্বর) দুুপরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম বেপারী (৪২) গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানিকান্দি
গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে এবং ওই ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম
সাধারণ সম্পাদক ও মাসুদ রানা (৩৮) জাফরগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের
গঙ্গানগর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে এবং ইউনিয়ন আওয়ামীলীগ নেতা।
জানা
গেছে, গত বছরের ৫ আগষ্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর ছাত্রজনতা
দেবিদ্বার থানা ঘেরাও করার সময় সাব্বির হোসেন মাথায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে
উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১ মাস আট
দিন চিকিৎসার পর বাড়ি নিয়ে আসলে ১৪ আগস্ট সকালে সাব্বির মারা যায়। নিহত
সাব্বির হোসেন মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।
বাবা মারা যাওয়ার পর মায়ের সাথে দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে
নানার বাড়িতে থাকত। সে একটি স্কুলে নবম শ্রেনীতে পড়ালেখার পাশাপাশি
অটোরিক্সা চালিয়ে সংসার চালাত। সাব্বির হত্যার ঘটনায় গত ৮ সেপ্টেম্বর
সাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক দেবিদ্বারের এমপি আবুল কালাম
আজাদসহ ৯৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ৬৩নং
এজহারভুক্ত আসামি সাইফুল ইসলাম বেপারী। অপরদিকে, গত বছরের ৪ আগস্ট
দেবিদ্বার কলেজ রোডে স্কুল ছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও
পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় শিক্ষার্থী আবু বকরের পিতা মো. আবুল
খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকার
সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান
মো. মামুনুর রশিদসহ এজহারভূক্ত ৭৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই
মামলায় মাসুদ রানাকে গ্রেপ্তার দেখানো হয়। আহত আবু বকর এখনো চিকিৎসাধীন
রয়েছেন। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ
বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম বেপারী ও
মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছেল। সাইফুল ইসলাম সাব্বির হত্যা মামলার
৬৩নং এজহার নামীয় আসামি এবং মাসুদ রানা আবু হত্যার চেষ্টা মামলার আসামী।
তাদের শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।