৭১-এর
চেতনার মতো ২৪-এর চেতনাও যেনো কেউ বিক্রি করতে না পারে সেজন্যও সবাইকে
সচেতন থাকার আহবান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ
উদ্দিন আহমেদ বলেন, যারা আজকে বলছে, ইসলামের জন্য একটি আলাদা বাক্স বসাই,
দেখি ওখানে কি হয়। কারা এই স্লোগান দিচ্ছে আপনারা বুঝে নেন। ইসলাম কোনো
কোটা রাজনীতি নয়, ইসলাম কোনো রাজনৈতিক বাক্স নয়। আমরা সবাই বাংলাদেশের
সংখ্যাগরিষ্ট মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করি। অবশ্যই অন্য ধর্মের মানুষের
সাংবিধানিক অধিকারও আমরা নিশ্চিত করেছি ও করবো। এসময় নেতা-কর্মীদের
উদ্দেশ্যে তিনি, রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সে
শক্তিকে রাজনৈতিকভাবেই আপনারা মোকাবেলা করবেন। যারা একটি কিতাব নিয়ে গ্রামে
গ্রামে যাচ্ছে জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়। যারা এই টিকিট
বিক্রি করছে তারা ধর্ম ব্যবসায়ী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা টাউন
হল মাঠে দক্ষিণ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে
এসব কথা বলেন তিনি।
বক্তব্যে শুরুতে দেশের ব্যাংকিং সেক্টরের
দূরাবস্থা তুলে ধরে তিনি বলেন, অঘেিিাষত ভাবে আমরা জানি, আমাদের ব্যাংকিং
সেক্টর ৫ লক্ষ কোটি টাকা খেলাপি ঋণে জর্জড়িত। পরে সালাউদ্দিন আহমেদ আরো
বলেন, বাংলাদেশের আওয়ামীলীগের ইতিহাস লুটপাট আর সন্ত্রাসের ইতিহাস।
বাংলাদেশ আওয়ামীলীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস, এই দেশে লুটপাট আর
সন্ত্রাসের মধ্য দিয়ে গণতন্ত্র হত্যার ইতিহাস। বাংলাদেশকে একটি
গণতন্ত্রবিহীন করার ইতিহাস। এই আওয়ামীলীগ এই গণঅভ্যুথানের সময় প্রায় ১৪শ
মানুষকে হত্যা করা হয়েছে। এই ১৪শ মানুষ কিভাবে হত্যা করা হয়েছে তার
প্রক্রিয়া আপনারা জানেন। হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করে। নিরীহ
মানুষ ও আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে। যার কারণে প্রায় ২০হাজার মানুষকে
পঙ্গত্ব ও অন্ধত্ববরণ করতে হয়েছে। এতো ত্যাগ আর এতো রক্তের মধ্য দিয়ে এতো
রক্তের সিড়ি বেয়ে আজ আমরা এখানে এসেছি। আমরা এমনিতে আসতে পারিনাই। তাই আমরা
যেন আমাদের গণতান্ত্রিক সংগ্রামের কথা ভুলে না যাই। একটি সুষ্ঠ, নিরপেক্ষ
সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের
মধ্য দিয়ে যে বাংলাদেশ পাবো বলে আশা করছি সেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন
আমাদের নেতা জনাব তারেক রহমান।
দলের নেতাকর্মীদের সোস্যাল মিডিয়ায়
সচেতন ভাবে সরব থাকার আহবান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আধুনিক
বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন। সোস্যাল মিডিয়ার বাংলাদেশ এখন। আমাদের
বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় অপপ্রচারণা চলছে। সোস্যাল মিডিয়ায়, আপনাদের
কাউন্টার করতে হবে। সমস্ত মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের জবাব দিতে হবে।
আপনারা বেশি বেশি করে টুইট করবেন অন্যান্য সোস্যাল মিডিয়ায় বেশি বেশি
ঘাটবেন। যারা আমাদের বিরুদ্ধে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন মিথ্যা তথ্য দিয়ে
প্রচারণা চালা”েছ তাদের বিরুদ্ধে আপনারা জবাব দিতে হবে।
সকল গুম খুনের
বিচার হবে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন,এদেশের মানুষকে যারা
নির্বিচারে হত্যা করেছে। গুম খুনের মামলা দিয়ে হয়রানি করেছে। তাদের বিচার এ
দেশের মাটিতে হবে। কিš‘ বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। বিচার শুরু হয়েছে।
ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। এটা হ”েছ একটা নমুনা। এই
ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হবে, প্রশিকিউশনের সংখ্যা বৃদ্ধি করা
হবে, তদন্তদলের সংখ্যা বৃদ্ধি করা হবে একটি অবাধ বিচার করা হবে
ইনশাল্লাহ।
সবশেষ তিনি বলেন, আমরা সবাই জুলাই যোদ্ধা। বাংলাদেশের মানুষ
সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে াড়িয়েছে বলেই আজ আমরা গণ আ›োলনে জয় লাভ করেছি।
কেউ যেন জুলাই চেতনা বিক্রি করতে না পারে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী,
হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম,
কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ সাংগঠনিক
সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী
আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক
আমিরুজ্জামান আমির, উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামানসহ নেতৃবৃন্দ।
সভা শেষে জাকারিয়া তাহের সুমনকে সভাপতি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে
সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।