শারদীয়
দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে মণ্ডপভিত্তিক নিরাপত্তা
নিশ্চিতের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে স্থানীয় প্রশাসন। এরই অংশ
হিসেবে, আসন্ন দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার ও ভিডিপি
সদস্যদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দিয়েছেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবদুর রহমান। কঠোর
কর্তব্যপরায়ণতা ও যোগাযোগের উপর জোর দিয়ে তিনি মণ্ডপের নিরাপত্তা রক্ষায়
সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক
বিশেষ ব্রিফিংয়ে ইউএনও মো: আবদুর রহমান আনসার-ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে এই
নির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট করে বলেন, আনসার-ভিডিপি সদস্যরা হলেন
মাঠ পর্যায়ের প্রথম সারির নিরাপত্তা রক্ষী। তাদের সতর্কতা ও নিষ্ঠার ওপরই
নির্ভর করে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিবেশ।
ইউএনও মো: আবদুর রহমান আনসার-ভিডিপি সদস্যদের জন্য নিম্নলিখিত প্রধান দিকনির্দেশনাগুলো তুলে ধরেন,
দায়িত্বপ্রাপ্ত
মণ্ডপের ভেতরে ও বাইরে সার্বক্ষণিক দৃশ্যমান টহল বজায় রাখতে হবে। ভিড়ের
সময় বিশেষ করে প্রবেশ ও বাহির পথে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।
কোনো
প্রকার অস্বাভাবিক পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে উপজেলা
আনসার ভিডিপি কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিকটস্থ থানা পুলিশকে
অবহিত করতে হবে।
দর্শনার্থী ও পূজারিদের সঙ্গে নম্র, ভদ্র ও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। রূঢ় বা উত্তেজিত হওয়া যাবে না।
দায়িত্ব পালনকালে অবশ্যই নির্ধারিত ইউনিফর্ম পরিধান নিশ্চিত করতে হবে।
আরতি, অঞ্জলি ও প্রতিমা বিসর্জনের মতো গুরুত্বপূর্ণ সময়ে ভিড় নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা নিতে হবে।
মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের যেসব কাজ থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, তা হলো:
ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে থাকা, অলসভাবে বসে থাকা বা গল্পগুজব করা যাবে না। মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় করা থেকে বিরত থাকতে হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কোনো প্রকার গুজব বা উস্কানিমূলক তথ্যে কান দেওয়া বা তা প্রচার করা যাবে না।
ডিউটির সময় বা মণ্ডপ এলাকায় ধূমপান বা যেকোনো প্রকার মাদকদ্রব্য সেবন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
ব্যক্তিগত বা রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে কর্তৃত্বের অপব্যবহার করা যাবে না।
ইউএনও
মো: আবদুর রহমান বলেন, এবারের পূজায় সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে স্থানীয়
পূজা উদযাপন কমিটি এবং সাধারণ জনগণকে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান
জানানো হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসনের কঠোর নজরদারি ও
আনসার-ভিডিপি সদস্যদের নিষ্ঠার মাধ্যমে এবারের শারদীয় উৎসব অত্যন্ত
শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে।