রোববার ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২
আন্দোলন বেগবান করতে এ সম্মেলন মাইলফলক -ড. রশিদ আহমেদ হোসাইনী
মো: হুমায়ূন কবির মানিক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪২ এএম |


কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক ডাকসু সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনী বলেছেন, “আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে বেগবান করতে এ সম্মেলনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।”
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলে নেতৃত্বে প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। তবে প্রতিযোগিতা যেন কোনোভাবেই কোন্দলে পরিণত না হয়। তিনি বলেন, “বিএনপিতে ভিন্নমত থাকতে পারে, মতের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু সেটা দল ভাঙার জন্য নয় বরং দলকে শক্তিশালী করার জন্য। দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা করলে সেটা আন্দোলনকে দুর্বল করবে।”
তিনি আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দেবেন, নেতাকর্মীরা তার পক্ষেই কাজ করবেন। ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে প্রাধান্য না দিয়ে দলের স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে।”
গত ১৬ বছরের দমন-পীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, “সারাদেশের মতো লাকসাম-মনোহরগঞ্জের বিএনপির নেতা-কর্মীরাও ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন। কারো ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, কেউ জেল-জুলুম ভোগ করেছেন, কেউ আবার পঙ্গুত্ব বরণ করেছেন। এসব ত্যাগ স্বীকার করা কর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তাদের ত্যাগ দলের জন্য সম্পদ। যারা এতদিন নির্যাতিত হয়েছেন, আন্দোলন টিকিয়ে রেখেছেন তাদের অবহেলা করা যাবে না।”
ড. রশিদ সাম্প্রতিক ঘটনাবলির প্রতি ইঙ্গিত করে বলেন, “কয়েকদিন ধরে লাকসাম-মনোহরগঞ্জে আমার পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে, এমনকি মঞ্চ ভাঙচুর করা হচ্ছে। যারা এসব করছে তারা প্রকৃত রাজনৈতিক কর্মী নয়। তারা সুবিধাবাদী, স্বার্থপর এবং দলেল ভেতরের স্বৈরাচারী মানসিকতার দোসর। এরা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “দলকে সামনে এগিয়ে নিতে হলে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য। আন্দোলন তখনই সফল হবে যখন ত্যাগী কর্মীরা মূল্যায়িত হবে এবং সুবিধাবাদীরা দূরে সরে যাবে।”
ড. রশিদ আহমেদ হোসাইনীর মতে, এই সম্মেলন শুধু একটি সাংগঠনিক আয়োজন নয়; বরং এটি আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করার এক নতুন সূচনা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে: তারেক রহমান
ইসলাম কোনো কোটা রাজনীতি নয় : সালাহ উদ্দিন আহমেদ
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সুমন সাধারণ সম্পাদক ওয়াসিম
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান
কুমিল্লায় নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ৭৯৭ পূজা মণ্ডপ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বহুল প্রতীক্ষিত সম্মেলন আজ
কুমিল্লা মহানগরে ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা
সাব্বির হত্যা মামলা কুমিল্লায় দুই আ’লীগ নেতা গ্রেপ্তার
মুরাদনগরে কুকুরের কামড়ে আহত ৫০
৫ দফা দাবিতে কুমিল্লার বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২