শিক্ষার্থীদের
দক্ষতা বৃদ্ধি ও কারিগরি শিক্ষাকে আরও বেশি জনপ্রিয় করে তোলার লক্ষ্যে
কুমিল্লার মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো
ইনস্টিটিউট লেভেল স্কিল কম্পিটিশন।
শনিবার সকালে কারিগরি শিক্ষা
অধিদপ্তরের এএসএসইটি (অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত এবং
শক্তিশালীকরণ) প্রজেক্টের অর্থায়নে এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা
হয়। মূলত, শিক্ষার্থীদের মধ্যে সুপ্ত থাকা উদ্ভাবনী ক্ষমতা এবং সৃজনশীলতাকে
উৎসাহিত করাই ছিল এর প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান, যিনি
শিক্ষার্থীদের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন কারিগরি অধিদপ্তরের উপপরিচালক মো. খোরশেদ আলম।
মুরাদনগর সরকারি
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষমো. মিজানুর রহমান-এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অতিথিরা
তাদের বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিজ্ঞানের উচ্ছ্বসিত
প্রশংসা করেন। তারা দৃঢ়ভাবে মত প্রকাশ করেন যে, এই ধরনের প্রতিযোগিতা
শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা উন্নয়নে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে
এবং তাদের আগামী দিনের প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সাহায্য
করবে।
প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষালব্ধজ্ঞানকে
বাস্তবে প্রয়োগ করার সুযোগ পেল, যা কারিগরি শিক্ষাকে আরও গতিশীল করবে বলে
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।