গণ-অধিকার
পরিষদ মুরাদনগর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দলটির
অন্যতম শীর্ষ নেতা ভিপি নুরুল হক নূরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। দলের স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এটি ছিল একটি
অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সফল আয়োজন।
শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন বি.কম।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী অধিকার পরিষদ, কেন্দ্রীয়
কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাকসুদুর রহমান। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে
আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন এবং নব নির্বাচিত কমিটির সদস্যদের
আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত
ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক
মোহাম্মদ ইব্রাহিম। তিনি যুব ও ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠায় গণ-অধিকার
পরিষদের ভুমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মুরাদনগর উপজেলা গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসিম মিয়া।
অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:উপজেলা গণ-অধিকার
পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন, অর্থ সম্পাদক বিলাল হোসেন,
উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ কামাল ,সাংগঠনিক সম্পাদক দাউদ
উদ্দিন শহিদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
মেহেদী হাসান ও আরিফ হোসেন,বাঙ্গরা থানা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ
সম্পাদক ফয়সাল মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইউসুফ ফারাবী, যুব অধিকার পরিষদ
মুরাদনগরের সাধারণ সম্পাদক রশিদ রানা এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,
উপজেলার গণ অধিকার পরিষদের সহ-সভাপতি আবদুর রহমান, এবং ছাত্র অধিকার
পরিষদের নেতা সানভীর আহমেদ মহসিন, আবদুল্লাহ প্রমুখ।
বক্তাগণ তাদের
বক্তব্যেদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভিপি নুরুল
হক নূরের দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এই সভার
মাধ্যমে মুরাদনগর উপজেলায় গণ-অধিকার পরিষদের সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল
হবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন।