বাংলাদেশ জাতীয় দলের সাবেক
পেসার মঞ্জুরুল ইসলাম মঞ্জু খেলা ছেড়েছেন অনেক আগেই। এরপর যোগ দিয়েছিলেন
কোচিং ক্যারিয়ারে। পরবর্তীতে ছিলেন নারী দলের নির্বাচকও। সবশেষ এবার অর্জন
করলেন লেভেল-৪ কোচিং সার্টিফিকেট। আজ সোমবার এমন সাফল্যের পর মঞ্জু বলেন,
‘আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে লেভেল-৪ কোচিং সার্টিফিকেশন সফলভাবে সম্পন্ন
করেছি। এই অর্জন আমাকে একজন স্বীকৃত লেভেল-৪ ক্রিকেট কোচ হিসেবে পরিচিত
করেছে, যা আমার হাই-পারফরম্যান্স কোচিং ও নেতৃত্বের যাত্রাকে আরও শক্তিশালী
করবে।’ এর আগে বাংলাদেশ জাতীয় দলের পেস বিভাগের দায়িত্বও সামলেছেন মঞ্জু।
পরবর্তীতে কাজ করেছেন বাংলাদেশ নারী দলের সঙ্গেও। বর্তমানে চীনের নারী দলের
প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই সাবেক পেসার। কোচিংয়ের পাশাপাশি
বাংলাদেশ জাতীয় দলের প্রোগ্রাম ম্যানেজারের দায়িত্বেও ছিলেন মঞ্জু।