বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫
৭ কার্তিক ১৪৩২
আমেরিকায় আসিফের ১৪টি কনসার্টের অনুরোধ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১:১৯ এএম আপডেট: ১৪.০৮.২০২৫ ১:৫৫ এএম |





 আমেরিকায় আসিফের ১৪টি কনসার্টের অনুরোধ দেড় যুুগের বেশি সময় পর আমেরিকায় কনসার্ট করতে যাচ্ছেন বাংলা গানের যুবরাজ দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও তার টিম। এক মাসেরও বেশি সময় ধরে আমেরিকায় অবস্থানকালে তিনি অন্তত ১০টি কনসার্টে অংশ নেবেন। এই কনসার্ট শুরু হবে আমেরিকার ঐতিহ্যবাহী ফোবানা কনভেনশন কনসার্টের মধ্য দিয়ে। ৩০ আগস্ট আমেরিকার বাফলোর শেরাটন নায়াগ্রা ফলসে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। এরপর একে একে কনসার্ট করবেন লস এনজ্যেলস,ডালাস, ডেটরুট, ওয়াশিংটন ডিসি, নিউজার্সি, বোস্টন ও নিউইয়র্কে। লস এনজ্যেলসে কনসার্ট হবে ৬ সেপ্টেম্বর। গ্যালাক্সি মিডিয়া পরিবেশিত এসব কনসার্টে বাংলা গানের যুবরাজের পাশাপাশি অংশ নেবেন সঙ্গীত শিল্পী আতিয়া আনিশাও। 
আয়োজকরা জানান, আমেরিকায় আসিফ আকবরের ১৪টি কনসার্টের প্রস্তাব আছে। আটটি কনসার্ট চূড়ান্ত করা হয়েছে। বাকিগুলো দিনক্ষন নির্ধারণ  হবে। সম্প্রতি মালদ্বীপে এক টেলিকম কোম্পানীর কনসার্ট শেষে শ্রীলংকা ভ্রমনের পর দেশে ফিরেই ১২ আগস্ট আমেরিকান এ্যাম্বেসিতে ভিসার জন্য সাক্ষাতকার দিতে যান আসিফ আকবর ও তার টিমের সদস্যরা। সে দিনই তাদের ভিসা নিশ্চিত করা হয়। সব কিছু ঠিকঠাক থাকলে ২৬ আগস্ট আমেরিকার উদ্দেশ্যে রওনা হবেন আসিফ। কন্ঠশিল্পী আসিফ আকবর জানান, অনেকগুলো কনসার্টের অনুরোধ এসেছে। সবগুলো কনসার্ট করলে দুই মাস লাগবে। কিন্তু এতো দিন দেশের বাইরে থাকতে পারবো না। তাই এক মাসের মধ্যে যতগুলো সম্ভব কনসার্ট করবো। 
এদিকে আমেরিকায় আসিফের আগমনের খবর ছড়িয়ে পড়ায় আসিফিয়ানদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এই উচ্ছাসের মধ্যে এতোগুলো কনসার্টের অনুরোধ বাংলাগানের যুবরাজ আসিফ কিভাবে রক্ষা করবেন সেটিই এখন দেখার বিষয়। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কিছু উপদেষ্টার বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত চায় এনসিপি
গণভোট আগে না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: ড. তাহের
কুমিল্লা সদরে এনসিপির সম্ভাব্য প্রার্থী নাভিদ
কুমিল্লায় চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়িদের বিক্ষোভ
চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে হাত বেঁধে নির্যাতন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার দু'টি আসনে এলডিপির প্রার্থী ঘোষণা
ছাত্র বলাৎকারের সালিশে মারামারি আহত ৫,
মহাসড়কের কুমিল্লা অংশে বিপদজনক ৮৪টি ইউটার্ন
কুমিল্লার ময়নামতি মৌসুমে বিক্রি হচ্ছে ৪ কোটি টাকার কপি ও টমেটো চারা
কুমিল্লা সদরে এনসিপির সম্ভাব্য প্রার্থী নাভিদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২