দেড়
যুুগের বেশি সময় পর আমেরিকায় কনসার্ট করতে যাচ্ছেন বাংলা গানের যুবরাজ
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও তার টিম। এক মাসেরও বেশি সময় ধরে
আমেরিকায় অবস্থানকালে তিনি অন্তত ১০টি কনসার্টে অংশ নেবেন। এই কনসার্ট শুরু
হবে আমেরিকার ঐতিহ্যবাহী ফোবানা কনভেনশন কনসার্টের মধ্য দিয়ে। ৩০ আগস্ট
আমেরিকার বাফলোর শেরাটন নায়াগ্রা ফলসে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। এরপর একে
একে কনসার্ট করবেন লস এনজ্যেলস,ডালাস, ডেটরুট, ওয়াশিংটন ডিসি, নিউজার্সি,
বোস্টন ও নিউইয়র্কে। লস এনজ্যেলসে কনসার্ট হবে ৬ সেপ্টেম্বর। গ্যালাক্সি
মিডিয়া পরিবেশিত এসব কনসার্টে বাংলা গানের যুবরাজের পাশাপাশি অংশ নেবেন
সঙ্গীত শিল্পী আতিয়া আনিশাও।
আয়োজকরা জানান, আমেরিকায় আসিফ আকবরের ১৪টি
কনসার্টের প্রস্তাব আছে। আটটি কনসার্ট চূড়ান্ত করা হয়েছে। বাকিগুলো
দিনক্ষন নির্ধারণ হবে। সম্প্রতি মালদ্বীপে এক টেলিকম কোম্পানীর কনসার্ট
শেষে শ্রীলংকা ভ্রমনের পর দেশে ফিরেই ১২ আগস্ট আমেরিকান এ্যাম্বেসিতে ভিসার
জন্য সাক্ষাতকার দিতে যান আসিফ আকবর ও তার টিমের সদস্যরা। সে দিনই তাদের
ভিসা নিশ্চিত করা হয়। সব কিছু ঠিকঠাক থাকলে ২৬ আগস্ট আমেরিকার উদ্দেশ্যে
রওনা হবেন আসিফ। কন্ঠশিল্পী আসিফ আকবর জানান, অনেকগুলো কনসার্টের অনুরোধ
এসেছে। সবগুলো কনসার্ট করলে দুই মাস লাগবে। কিন্তু এতো দিন দেশের বাইরে
থাকতে পারবো না। তাই এক মাসের মধ্যে যতগুলো সম্ভব কনসার্ট করবো।
এদিকে
আমেরিকায় আসিফের আগমনের খবর ছড়িয়ে পড়ায় আসিফিয়ানদের মাঝে ব্যাপক উৎসাহ
উদ্দীপনা দেখা যাচ্ছে। এই উচ্ছাসের মধ্যে এতোগুলো কনসার্টের অনুরোধ
বাংলাগানের যুবরাজ আসিফ কিভাবে রক্ষা করবেন সেটিই এখন দেখার বিষয়।