মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল
বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ
মো হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৪:৫২ পিএম |

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেছেন, আজ আমাদের জন্য ঐতিহাসিক গৌরবোজ্জ্বল দিন। এই দিনেই স্বৈরাচারী-ফ্যাসিস্ট শাসক এই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু আমরা নব্য স্বৈরাচারের পদধ্বনী শুনতে পাচ্ছি। কারন, ''সরকারের একজন উপদেষ্টা স্ট্যাটাস দিয়েছেন- তিনি নতুন করে আবারও ১/১১'র গন্ধ পাচ্ছেন।''
সরওয়ার ছিদ্দিকী উল্লেখ করেন, আমরা বলতে চাই- সরকারের সকল গোয়েন্দা এজেন্সি আপনাদের হাতে। জনগণ আপনাদের সাথে। ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করবে, আর আপনারা কার আশায় বসে আছেন। আপনাদের সরকারে থাকা ফ্যাসিস্টের প্রেতাত্মাদের সরিয়ে দিন। না হয় ক্ষমতা ছেড়ে দিন। ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করবেন না। আর কোন ফ্যাসিস্ট বাংলার জনগণ মেনে নেবে না। কোন ফেসিস্ট এই দেশ শাসন করার আর সুযোগ পাবে না। আজকের এই গণমিছিলে এটাই আমাদের দৃঢ় প্রত্যয় শপথ।
সরওয়ার ছিদ্দিকী আরও বলেন, আমাদের লাকসাম মনোহরগঞ্জের আসনের বিভাজনের জন্য লাকসাম মনোহরগঞ্জের কেউ কোনদিন দাবি তোলেনি। আমরা জানতে চাই- কার স্বার্থের জন্য মনোহরগঞ্জ থেকে লাকসামকে বিচ্ছিন্ন করেছেন। এই মনোহরগঞ্জ; লাকসামের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। আমরা এই বিভাজন মানি না। 
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন। আমরা ঐক্যবদ্ধ ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। 
তিনি বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল ও সমাবেশে অংশগ্রহণ করায় হাজার হাজার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসাম পৌরসভা ও উপজেলা জামায়াত আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী রেলগেইট এলাকায় সমাবেশে মিলিত হয়। লাকসাম পৌরসভা জামায়াতের আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ সহিদ উল্যাহর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট মু. বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারী জোবায়ের ফয়সাল। এসময় লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াত এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
ডাস্টবিনের ময়লা রাস্তায়, ডেঙ্গু আতঙ্ক
৮-১৫ডিসেম্বরের মধ্যে যেকোন দিনতফসিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২