তানভীর দিপু:
স্থানীয়
সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে 'মাফিয়া তন্ত্র' ছেড়ে
গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
সোমবার (৪ আগস্ট)
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম
আহবায়ক নাজিম উদ্দিন মাহমুদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপ
কালে এই আহ্বান জানান তিনি।
এসময় নাছির উদ্দিন নাছির বলেন, গত সাড়ে ১৭
বছর যারা স্বৈরাচার ও খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, বার
বার জেল খেটেছেন, তাদেরকেই গায়ের জোরে আবারো কারাগারে ঢুকানো হয়েছে। আমরা
এর তীব্র নিন্দা জানাই। আমরা উপদেষ্টা আসিফ মাহমুদকে গণতান্ত্রিক রাজনীতি
প্র্যাকটিস করা আহ্বান জানাচ্ছি। তাকে মুরাদনগরের মাটি ও মানুষের সাথে কথা
বলার আহ্বান জানাচ্ছি।
এ সময় কুমিল্লা মহানগর বিএনপি'র সভাপতি উদবাতুল
বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা
দক্ষিণ জেলা ছাত্রদল ও উত্তর জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ তার সাথে
উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ জুন কুমিল্লার মুরাদনগরে পুলিশের দায়ের
করা মামলায় হাজিরা দিতে এলে জামিন নামঞ্জুর করে নাজিম উদ্দিনসহ মুরাদনগর
বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠায় আদালত। এর আগে গত ২৫
মার্চ কুমিল্লার মুরাদনগর থানায় হামলা এবং ছাত্র সমন্বয়ক ওবায়দুল সিদ্দিকীর
উপর হামলার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক
দুটি মামলা দায়ের করে পুলিশ। এ ঘটনায় বিএনপির ৬ কর্মীকে গ্রেফতার করে
কারাগারে নিলে তারা জামিনে বের হয় আসেন। বাকিরা হাইকোর্ট থেকে আগাম জামিনে
আসার পর ২৭ জুলাই রবিবার কুমিল্লার দায়রা জজ আদালতে জামিন চাইলে বিচারক
জামিন না মন্জুর করে ১৩ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করে।
গত ৩১ জুলাই
নাজিমুদ্দিন কারাগারে থাকা অবস্থায় তার মা মৃত্যুবরণ করলে তিনি পেরোলে
মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেন। নাজিমউদ্দিন মুরাদনগর উপজেলায়
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন।
বিষয়টি
নিয়ে নাছির উদ্দিন নাছির ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি রাজনৈতিক দলের সাথে
তিনি সরাসরি সম্পৃক্ত রয়েছেন। তিনি একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন, তিনি
বলছেন রাজনৈতিক দলের সাথে তার কোন সম্পর্ক নেই। আমরা এটিরও তীব্র নিন্দা
জানাচ্ছি। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্র্বতী সরকারের
প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ ইউনূসের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনি যদি আসিফ
মাহমুদকে আপনার ক্যাবিনেট রাখেন - সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে
প্রশ্নবিদ্ধ হবে। কারণ আসিফ মাহমুদ কুমিল্লার রাজনীতিতে ব্যাপকভাবে
প্রভাবিত করছে। বিশেষ করে মুরাদনগরের মানুষকে দ্বিধা বিভক্ত করেছে।
