মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
খেলাধুলাই পারে ছাত্র ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে -ড.রশিদ আহমেদ হোসাইনী
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ৮:০৫ পিএম |

খেলাধুলাই পারে ছাত্র ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে -ড.রশিদ আহমেদ হোসাইনীকুমিল্লার লাকসাম উপজেলার ইছাপুরা ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (২আগস্ট) বিকাল ৪টায় অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ এর মহাসচিব,সাবেক ডাকসু'র সদস্য ও যুবদলের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ড.রশিদ আহমেদ হোসাইনী।
এসময় তিনি বলেন-খেলাধুলাকে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা পুনরায় সরকার গঠন করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সাজানো হবে।  তিনি ২০২৪সালের ৩৬জুলাইতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে শহীদ হওয়া সকল আন্দোলনকারীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।  আমরা নতুন স্বাধীনতার মাধ্যমে নিজেদের আবেগ অনুভূতি প্রকাশের সুযোগ পেয়েছি। পাশাপাশি আজকের আনন্দকে আমরা জুলাই বিপ্লবের প্রতি উৎসর্গ করলাম।
তিনি আরো বলেন- মাদকের ছোবল থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষা করার অন্যতম মাধ্যম হলো ক্রীড়া।লাকসাম উপজেলা ও পৌরসভার ছাত্র সমাজকে পড়ালেখা ও খেলাধুলার ক্ষেত্রে আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে।পরে তিনি আগামী ৫আগস্ট লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে আয়োজিত বিজয় মিছিলে সকলকে অংশগ্রহণের আহবান জানান।


খেলাধুলাই পারে ছাত্র ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে -ড.রশিদ আহমেদ হোসাইনীবিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো.মনিরুজ্জামান মনির, লাকসাম উপজেলা  বিএনপি নেতা আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর হোসেন শিপন, লাকসাম উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মো.ছায়েদুল ইসলাম,উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব,  বিশিষ্ট ব্যবসায়ী নাইমুল ইসলাম, ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক জাকির হোসেন, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজহারুল হক খোকা,লাকসাম উপজেলা যুবদল নেতা আবদুস সাত্তার জুয়েল, লাকসাম সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার,
বিএনপি নেতা রফিকুল ইসলাম, উপজেলা যুবদল নেতা ফরিদ খান,মালয়েশিয়া প্রবাসী মুরাদ হাসান,বিএনপি নেতা আমিনুল ইসলাম, বিএনপি নেতা আলমগীর হোসেন, ইছাপুরা ইয়াং স্টার আইডিয়াল ক্লাবের সভাপতি এস এম সৌরভ প্রমুখ।
গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও
আওলাদ হোসেন রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলায় শ্রীয়াং সুলতান একাদশ ৪-২গোলে আল আমিন ইনস্টিটিউটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পরে আগত অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরুস্কার তুলে দেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
ডাস্টবিনের ময়লা রাস্তায়, ডেঙ্গু আতঙ্ক
৮-১৫ডিসেম্বরের মধ্যে যেকোন দিনতফসিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২