মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লার মহাসড়কে র‌্যাবের বিশেষ টহল ও চেকপোস্ট
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ১:০২ এএম আপডেট: ০৩.০৮.২০২৫ ১:৫৮ এএম |


কুমিল্লার মহাসড়কে র‌্যাবের  বিশেষ টহল ও চেকপোস্টনিজস্ব প্রতিবেদক: দেশের সামগ্রিক পরিস্থিতি ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, শহর এবং আশপাশের এলাকায় র‌্যাবের টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা।
র‌্যাব জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে গভীর রাত পর্যন্ত টহল চালানোর পাশাপাশি মহাসড়ক ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চলছে।
একইসাথে নাশকতা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যাব সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা জানায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে চলমান অভিযানে বিভিন্ন অপরাধে সম্পৃক্ত উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, এই সময়ের মধ্যে চাঞ্চল্যকর মামলার আসামি ১৬২ জন, বিভিন্ন হত্যা মামলার আসামি ১৬১ জন, ধর্ষণ মামলার ৭০ জন আসামি এবং অস্ত্র মামলার ২১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও, নিষিদ্ধ সংগঠন আরসা’র ১৫ জন সদস্য এবং এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৩৬১ জন মাদক কারবারি। উদ্ধার করা হয়েছে ১০১টি আগ্নেয়াস্ত্র এবং ১,৩৪০ রাউন্ড গুলি।
অপহরণ প্রতিরোধ অভিযানে গ্রেফতার হয়েছে ৬৫ জন অপহরণকারী এবং উদ্ধার করা হয়েছে ৬৭ জন ভিকটিম।
এছাড়া ছিনতাইকারী ও ডাকাত হিসেবে ৭৩ জন, জেল পলাতক ৩৮ জন, প্রতারণার মামলার ১৬ জনসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও প্রায় ৩৮৫ জন অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
র‌্যাব জানায়, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
ডাস্টবিনের ময়লা রাস্তায়, ডেঙ্গু আতঙ্ক
৮-১৫ডিসেম্বরের মধ্যে যেকোন দিনতফসিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২