শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২
জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারদের পুনর্বাসনের আহবান
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ২:১১ এএম আপডেট: ২৩.০৭.২০২৫ ২:৩৮ এএম |


  জুলাই আন্দোলনে শহীদ ও আহত  পরিবারদের পুনর্বাসনের আহবানগতকাল ২২ জুলাই " বিপ্লবী জুলাই ২০২৪ যোদ্ধা পরিষদ" এর উদ্যোগে কুমিল্লা নজরুল পরিষদ এর মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৫০ জন আহত ও ২০ টি শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কানায় কানায় পূর্ণ হলরুমে নিহত স্বজনদের শোকার্ত ও বেদনার্ত আলোচনায় পরিবেশ ভারী হয়ে উঠে। ব্যাতিক্রমি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ এডভোকেট আবুল কালামের স্ত্রী হাসিনা সুলতানা । মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন ড.শাহ মো:সেলিম- সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি ইউনিভার্সিটি ক্লাব, কুমিল্লা, বক্তব্য রাখেন শেখ আবদুল মান্নান,সাবেক ছাত্র নেতা ও সমন্বয়ক সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লা। বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী সংগঠক জনাব মো:সিরাজুল হক, সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান তামান্না, সমাজ সেবক অধ্যাপক ফারুক আহমেদ, ওসি তদন্ত জনান নজরুল ইসলাম কোতোয়ালী থানা,
আরো বক্তব্য রাখেন - আহত যোদ্ধা নবী নেওয়াজ, নিহত সাদমানের আম্মা, আহত যোদ্ধা মনির হোসেন, আবু সাঈদ রাফি,
মূখ্য আলোচক জনাব শাহ মো সেলিম বলেন, দ্রুত আহত ও নিহতদের তালিকা প্রকাশ করে জুলাই সনদ ঘোষণা করুন। অন্যথায় শহীদ এবং আহতদের প্রতি সমাজের দায়বদ্ধতা ও সরকারের দৈন্যতার বহিঃপ্রকাশ। তিনি শহীদদের স্বজন ও আহতদের নিয়ে জুলাই ২৪ পরিষদ গঠনের আহবান জানান। স্বজনদের একটি ফোরাম করার আহবান জানান। একইভাবে কুমিল্লার প্রশাসনের উদ্যোগে জুলাই ফাউন্ডেশন গঠন করে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে কুমিল্লার সুধীজনদের নিয়ে পুনর্বাসনের আহবান জানান। তাছাড়া ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত ও শহীদ স্বজনদের চিকিৎসা বিনে পয়সায় করে দেবার ঘোষণা করেন।
বক্তব্যে জনাব শেখ আবদুল মান্নান বলেন, সরকার সংস্কার এবং অন্যান্য বিষয় নিয়ে যতটা তোর জোর, শহীদ ও আহতদের সুনির্দিষ্ট তালিকা তৈরীতে ততটা তৎপর নয়, তাছাড়া কুমিল্লায় অবস্হিত আর্ট নার্সিং কলেজ এ নিহত ও আহত স্বজনদের নার্সিং এ ভর্তির হতে চাইলে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষনা দেওয়া হয়। 
সমবায় সংগঠক মো: সিরাজুল হক বলেন, তিনি সবসময় আহত ও শহীদ স্বজনদের পক্ষে কাজ করবেন। 
আহতসহ অন্যান্য বক্তারা চিকিৎসা শিক্ষা ও পুর্নবাসন ক্ষেত্রে সরকারকে যথাযথপদক্ষেপ গ্রহনের উদাত্ত আহ্বান জানান। 
অনুষ্ঠান শেষে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার গৌরীপুরে ২৩ মামলার আসামি মামুনকে কুপিয়ে হত্যা
সরকার পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট করছে: ভিপি নুর
কুমিল্লার বিভিন্ন আসনেগণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা
কর্ণফুলী সৈয়দ আহমেদ শপিং মল এর পাইলিং কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠিত
ঝোপের ভিতরে যুবকের মরদেহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার গৌরীপুরে ২৩ মামলার আসামি মামুনকে কুপিয়ে হত্যা
তারেক রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী
বাঁচানো গেল না মাহাতাবকে
কুমিল্লার বিভিন্ন আসনেগণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা
সাংবাদিকদের সুরক্ষার দাবিতে ইউরো-বাংলা প্রেসক্লাবে ফ্রান্সের ৭ দফা প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২