শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২
সরকার পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট করছে: ভিপি নুর
তানভীর দিপু:
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১:১৩ এএম আপডেট: ২৬.০৭.২০২৫ ২:০৬ এএম |


সরকার পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট করছে: ভিপি নুর
সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা করে পক্ষপাত দুষ্ট আচরণ স্পষ্ট করছে বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর। শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠের মুক্তমঞ্চে গণঅভ্যুত্থানের জন-আকাক্সক্ষা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় থেকে সরকারি সহযোগিতায় এদেশে অনেক কিংস পার্টি গড়ে উঠেছিল, আবার সেগুলো মিশেও গেছে। এই সরকার যে একটি দল- বিশেষ করে এনসিপিকে পৃষ্ঠপোষকতা করছে সেটি শুধুমাত্র গণধিকার পরিষদ নয়, দেশের অধিকাংশ রাজনৈতিক মহল এবং নাগরিকদের মতামত। এর মাধ্যমে সরকার পক্ষপাত দুষ্ট আচরণ স্পষ্ট করছে। তাই আমরা বারবার সরকারকে সতর্ক করছি, সরকার যদি -নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় -নির্বাচনের জন্য কিন্তু একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। 
মাইলস্টোনের ঘটনা এবং তার পরবর্তী ঘটনায় একটা স্বচ্ছ নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করে নুরুল হক নূর বলেন, মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে পতিত স্বৈরাচারের দোসরেরা ঢাকার রাজপথে নানান ধরনের অস্থিরতা তৈরি করার অপচেষ্টা করেছে। তারই অংশ হিসেবে তারা কিছু ছাত্রদেরকে উৎসাহিত করে সচিবালয়ের দিকে নিয়ে গিয়েছে এবং ছাত্রদের মধ্যে ঢুকে সচিবালয়ে ভাঙচুর করেছে। এর মধ্য দিয়ে সরকারের ও প্রশাসনের একটি দুর্বল চিত্র আমাদের সামনে পরিষ্কার হয়েছে। সচিবালয়ের মত সুরক্ষিত ও স্পর্শকাতর জায়গা যদি সরকার নিরাপত্তা দিতে না পারে , তাহলে এই অন্তর্র্বতীকালীন সরকার কিভাবে ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, সেটি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করবে। 
টাউন হল মাঠের গণধিকার পরিষদের সমাবেশে কুমিল্লা জেলা গণধিকার পরিষদের সভাপতি মোঃ ফয়জুল্লাহ সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বিকেল চারটা থেকে শুরু হওয়া গণ সমাবেশে কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত হন। বৃষ্টি বিঘ্নিত জনসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও কুমিল্লার জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গণসমাবেশে নুরুল হক নুর গণধিকার পরিশোধ থেকে কুমিল্লার পাঁচটি আসনে সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী মনোনীত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করেন।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার গৌরীপুরে ২৩ মামলার আসামি মামুনকে কুপিয়ে হত্যা
সরকার পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট করছে: ভিপি নুর
কুমিল্লার বিভিন্ন আসনেগণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা
কর্ণফুলী সৈয়দ আহমেদ শপিং মল এর পাইলিং কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠিত
ঝোপের ভিতরে যুবকের মরদেহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার গৌরীপুরে ২৩ মামলার আসামি মামুনকে কুপিয়ে হত্যা
তারেক রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী
বাঁচানো গেল না মাহাতাবকে
কুমিল্লার বিভিন্ন আসনেগণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা
সাংবাদিকদের সুরক্ষার দাবিতে ইউরো-বাংলা প্রেসক্লাবে ফ্রান্সের ৭ দফা প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২