তানভীর দিপু:
গণ
অধিকার পরিষদ কুমিল্লার পাঁচটি আসনে যারা সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী
তাদের নাম ঘোষণা করা হয়েছে। কুমিল্লা-২ আসন হোমনা - তিতাস থেকে নাজমুল
হাসান, কুমিল্লা-৬ আদর্শ সদর আসন রাশেদুল হক রিয়াজ , কুমিল্লা-৭ চান্দিনা
থেকে গিয়াসউদ্দিন হৃদয়, কুমিল্লা-৯ লাকসাম- মনোহরগঞ্জ আসন থেকে ইঞ্জিনিয়ার
আব্দুল্লাহ, কুমিল্লা-৮ বরুড়া আসন থেকে ফয়জুল্লাহ, কুমিল্লা- ৫ বুড়িচং -
ব্রাহ্মনপাড় থেকে মোকাম্মেল হাসানকে সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী হিসেবে
ঘোষণা করেছেন দলটির সভাপতি ভিপি নুরুল হক নুর।
শুক্রবার বিকেলে
কুমিল্লা টাউন হল মাঠের মুক্তমঞ্চে গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ও রাষ্ট্র
সংস্কার শীর্ষ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নাম ঘোষণা করেন।
ভিপি
নুরুল হক নূর বলেন, কুমিল্লা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে কোন কথা
হচ্ছে না, অপরিকল্পিতভাবে কুমিল্লা নগরীর নগরায়ন নিয়ে কথা হচ্ছে না,
কুমিল্লা সিটি কর্পোরেশন এখন পর্যন্ত কোন কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে
পারেনি, বরং অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, যানজটে নাকাল। তাই আমরা চাই গণতিকার
পরিষদের তরুণ নেতৃত্বের মাধ্যমে কুমিল্লাকে সুপরিকল্পিতভাবে আন্তর্জাতিক
অঙ্গনে পরিচিত করতে চাই।