দেশের
স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ও "রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং
অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ" (রিহ্যাব) এর সদস্য কর্ণফুলী ডেভেলপার্স (প্রাঃ)
লিঃ এর “কর্ণফুলী সৈয়দ আহমেদ শপিং মল”। পাইলিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
হয়।
শুক্রবার (২৫জুলাই) বিকেলে কুমিল্লার পদুয়ারবাজার (বিশ্বরোড এলাকায়) আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে পাইলিং কাজ শুরু করে ।
কর্ণফুলী
ডেভেলপার্স (প্রাঃ) লিঃ এর চেয়ারম্যান মো: মিজানুর রহমান ভুঁইয়া'র
সভাপতিত্বে কর্ণফুলী ডেভেলপার্স (প্রাঃ) লিঃ ব্যাবস্থাপনা পরিচালক মো:
মজিবুর রহমান ভুঁইয়া পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দোয়া মুনাজাত
করেন বিশিষ্ট ইসলামিক বক্তা ও কুমিল্লা জামেয়া দারুল হুদা কমপ্লেক্সের
মহাপরিচালক শায়খ মোল্লা নাজিম উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন, ল্যান্ড
ওনার আব্দুল্লাহ আল শাহরিয়ার। বিশিষ্ট সমাজসেবক মাহে আলম,কর্ণফুলী
ডেভেলপার্স (প্রাঃ) লিঃ ডিজিএম আবু ইউসুফ ভুঁইয়া, জিএম ফয়েজ
আহম্মেদ।প্রকৌশলী মাইনুদ্দিনসহ ফ্ল্যাট-দোকান ওনার সহ গণ্যমান্য
ব্যক্তিবর্গ।