নিজস্ব
প্রতিবেদক: ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান
বিধ্বস্ত হয়ে আহত ও দগ্ধদের জন্য কুমিল্লা থেকে রক্ত সর্বরাহ রা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সহযোগিতায় এবং
দৈনিক কুমিল্লার কাগজ ও সিটি ব্লাড ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় এ
রক্তদান কর্মসূচি পরিচালিত হয়।
সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার
পরপরই ঢাকার হাসপাতালগুলো থেকে আহত ও দগ্ধদের জন্য রক্তের প্রয়োজনীয়তার কথা
জানানো হয়- তাৎক্ষণিক কুমিল্লা থেকে রক্ত সংগ্রহদের উদ্যোগ নেন দৈনিক
কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়। পরবর্তীতে বিএনপির চেয়ারপার্সনের
উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সহযোগিতায় এবং
দৈনিক কুমিল্লার কাগজ ও সিটি ব্লাড ব্যাংকের ব্যাবস্থাপনায় রক্ত সংগ্রহ
কার্যক্রম শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্ত সংগ্রহের তথ্য জেনে
কুমিল্লা নগরী ও আশপাশের এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ ছুটে আসেন নগরীর
বাদুড়তলা এলাকার সিটি ব্লাড ব্যাংকের কার্যালয়ে। এসময় রক্ত গ্রহণ
কার্যক্রমে সহযোগিতা করেন ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর
কর্মকর্তা এবং সন্ধানী কুমিল্লা মেডিক্যাল কলেজ ইউনিটের সদস্যগণ।
জানা
গেছে, প্রথম দিনে শুধু ‘নেগেটিভ’ গ্রুপের রক্ত সংগ্রহ করা হয়। কার্যক্রম
শুরুর পর থেকে রক্ত দেওয়ার জন্য সেখানে ভিড় জমাতে থাকেন মানুষজন।
সারিবদ্ধভাবে তিনটি রুমে তাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়। মানবিক এ
কার্যক্রমে রক্তদাতাদের আগ্রহ দেখে বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা হাজী আমিন
উর রশিদ ইয়াছিন বলেন, ‘মানুষ মানুষের জন্য। বিমান দুর্ঘটনায় আহতদের জন্য
কুমিল্লা থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। মানুষজন ব্যাপক আগ্রহ নিয়ে মানবিক এ
কাজে এগিয়ে এসেছেন। আমাদের দলের নেতা-কর্মীরাও সহযোগিতা করছে। কুমিল্লার
কাগজ এবং সিটি ব্ল্যাড ব্যাংক এ মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য তাদেরকে
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
সেই সাথে স্যালুট ও অভিবাদন জানাই তাদেরকে
যারা খবর পেয়ে সাথে সাথেই রক্ত দেওয়ার জন্য এখানে ছুটে এসেছেন। মানবিক
কাজকর্মে কুমিল্লা সবসময়ই সামনের সারিতে থাকে। এবারও কুমিল্লা থেকে মানবিক এ
উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল
কাশেম হৃদয় বলেন, আর্ত-মানবতার সেবায় আমাদের ডাকে সাড়া দিয়ে যেসব মহান
ব্যক্তি রক্ত দিয়েছেন তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা। অনেকেই আজকে জীবনে
প্রথম রক্ত দিয়েছেন। রক্তদাতাদের প্রদত্ত রক্ত সংগ্রহ করে ঢাকায় নিয়ে
যাওয়ার জন্যপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের
সংগ্রহকৃত রক্ত পৌঁছে যাবে ঢাকার হাসপাতালে।