সোমবার ২১ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২
মিরপুরে ভক্তদের আকুতি ‘সাকিবকে ভালোবাসি, সাকিবকে চাই’
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১:৩৯ এএম আপডেট: ২১.০৭.২০২৫ ২:১৪ এএম |



   মিরপুরে ভক্তদের আকুতি ‘সাকিবকে ভালোবাসি, সাকিবকে চাই’

খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। বিকাল ৩টা থেকেই গ্যালারি খুলে দেয়া হয়। ২টার আগে থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চারপাশে ভক্ত সমর্থকরা ভিড় করতে শুরু করেন। যাদের কাছে টিকিট আছে, তারা ধীরে ধীরে প্রবেশ করছিলেন মাঠে। হঠাৎ মিডিয়া প্লাজার সামনে কয়েকজন দর্শককে দেখা গেলা, যাদের হাতে প্ল্যাকার্ড। যেখানে লেখা, ‘আওয়ার নিড সাকিব’।
প্ল্যাকার্ডে ভুল-শুদ্ধ যাই লিখুক, সাকিব আল হাসানের ওই ভক্তদের বক্তব্য পরিষ্কার। তারা বাংলাদেশ দলে সাকিব আল হাসানকে চান।
একইভাবে দেখা গেলো সাকিব আল হাসানের আরও এক পাগল ভক্তের। বুকে-পিঠে লিখে এনেছেন সাকিবের প্রতি একরাশ ভালোবাসা। লিখেছেন, ‘মিস ইউ সাকিব আল হাসান।’ মোহাম্মদ মামুন টাইগার নামে ট্রাকের হেল্পার এই সাকিব ভক্ত এসেছেন ভোলা থেকে।
সাকিব ছাড়া আর কাউকে টানেই না তাকে। বুকে-পিঠে ‘মিস ইউ সাকিব’ লিখে গ্যালারিতে এসেছেন সাকিবের প্রতি তার ভালবাসা প্রকাশ করতে এবং দাবি জানাতে, যেন দ্রুতই বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে ফিরিয়ে আনা হয়।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের খেলা দেখতে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন ৫ বন্ধু। আতিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও মোহাম্মদ আবদুল্লাহ। দুটি প্ল্যাকার্ড লেখা তাদের হাতে। একটিতে ‘উই আর ব্রাহ্মণবাড়িয়ান’, অন্যটিতে লেখা ‘আওয়ার নিড সাকিব আল হাসান।’
৫ বন্ধুর মধ্যে আতিকুল ইসলাম বলেন, ‘সাকিব আল হাসান বাংলাদেশের সেরা ক্রিকেটার। বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি যখন খেলতেন, বাংলাদেশ দলের অবস্থা ছিল ভালো। এখন দেখুন, সাকিব নেই, দলের অবস্থাও খারাপ। সাকিব আল হাসানকে দলে ফিরিয়ে আনলে আমাদের বিশ্বাস, এই দলটির চেহারা বদলে যাবে।’
বুকে-পিঠে ‘মিস ইউ সাকিব আল হাসান’ লেখা মোহাম্মদ মামুন টাইগার বলেন, ‘সাকিব আল হাসান যে ১৮টি বছর বাংলাদেশ দলের হয়ে খেলেছেন, এই দলটির সাফল্যে এত অবদান রেখেছেন, সেটা কি তার ছয় মাসের রাজনীতির চেয়ে কম হয়ে গেলো? সাকিব যে সারা জীবন দলের হয়ে খেলেছেন, দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন এটাকে কি কেউ মূল্যায়ন করবে না? সাকিব ছাড়া তো বাংলাদেশ দলকে কোনোভাবেই চিন্তা করা যায় না। আমাদের দাবি, যত দ্রুত সম্ভব সাকিব আল হাসানকে ফিরিয়ে আনুন। বাংলাদেশ দলকে বাঁচান।’
মোহাম্মদ মামুন ভোলায় একজন ট্রাকের হেলপার। কিন্তু সাকিব প্রেমে অন্ধ তিনি। জুলাই আন্দোলনের আগে ঢাকায় একবার খেলা দেখতে এসে সাকিবের অটোগ্রাফ নিতে পেরেছিলেন কেবল। একটি ছবি তোলার শখ ছিল, পারেননি। অটোগ্রাফ নিতে পেরেই এত বেশি আপ্লুত হয়েছেন যে, নিজের নামের সঙ্গে ‘টাইগার’ যুক্ত করে দেন। এখন তিনি দাবি করেন, তার নাম মোহাম্মদ মামুন টাইগার।
২০২৪ নির্বাচনের সময় ৫ হাজার টাকা খরচ করে মাগুরা গিয়েছিলেন সাকিবের সাথে কথা বলা এবং ছবি তোলার জন্য। তখনও পারেননি। কিন্তু সেই অদম্য ইচ্ছাটা নিজের মধ্যে এখনও লালন করছেন। তার আশা, সাকিব আল হাসান আবারও বাংলাদেশের হয়ে খেলবেন এবং কোন একদিন তার নিজের ইচ্ছাও পূরণ হবে। 
সাকিব আল হাসান নেই, তবুও কার টানে এখন মাঠে আসেন খেলা দেখার জন্য। মামুন টাইগার জানালেন, তানজিম সাকিবের খেলা দেখতে আসেন। যুক্তিটাও অদ্ভূত, ‘সাকিব আল হাসানের সঙ্গে নামের মিল আছে। এ কারণে তানজিম সাকিবকে ভালোলাগে বেশি। এছাড়া তানজিম সাকিবের আমার মত দাড়ি আছে, এটাও তাকে ভালো লাগার কারণ।’
‘সাকিবকে ভালোবাসি, সাকিবকে চাই’
২০২৪ সালে ছাত্র-জনতার জুলাই আন্দোলনে তখনকার ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামীলীগ থেকে নির্বাচিত হওয়া সংসদ সদস্য সাকিব আল হাসানও রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারেননি। একই কারণে বাংলাদেশ দল থেকেও বাইরে রয়েছেন তিনি।
তবে, এবার বিসিবি থেকে উদ্যোগ নেয়া হয়েছে, সাকিব আল হাসানকে ফেরানোর। দেশের মাটিতে না হলেও অন্তত যেন বিদেশের মাটিতে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলতে পারেন, সে আলাপ-আলোচনা চলছে। বিসিবি থেকে এ নিয়ে ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকে দায়িত্ব দেয়া হয়েছে, সাকিবের সঙ্গে কথা বলার জন্য। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও জানিয়েছেন, তারা চান সাকিবকে দলে ফিরিয়ে আনতে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রফিকুল ইসলামের ম্যুরাল সংস্কার করলো জেলা প্রশাসন
শতবর্ষী তালগাছ কেটে বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার অভিযোগ
১৮৯ বছরে কুমিল্লা জিলা স্কুল
গোপালগঞ্জে কারফিউ ও১৪৪ ধারা প্রত্যাহার
এনসিপির কুমিল্লা মহানগর সমন্বয় কমিটি অনুমোদিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১৮৯ বছরে কুমিল্লা জিলা স্কুল
এসএসসিতে ভালো ফল অজর্ন করা তিন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা
গোল্ডেন এপ্লাস প্রাপ্ত দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়
নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই
আওয়ামী লীগ ‘গন কেস ’: তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২