কুমিল্লার
মুরাদনগর উপজেলার বাঙ্গরায় আসিফ মাহমুদ সজিব ভুইয়া গোল্ডকাপ ফুটবল
টুর্নামেন্ট বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে
বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন
অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা ও শিক্ষানুরাগী
আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।
বাঙ্গরা ইউপি চেয়ারম্যান শেখ জাকির
হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বৈষম্য বিরোধী
ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক এডভোকেট ওবাইদুল হক সিদ্দিকী, জাতীয় নাগরিক
পার্টির বাঙ্গরা বাজার থানার সভাপতি কামরুল হাসান ক্যানাল, বাঙ্গরা
উমালোচন উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম ভুইয়া, বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মাহবুবুর রহমান সেলিম এবং কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহিম খলিল।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, বাফুফে সদস্য ভিপি ময়নাল হোসেন এবং
ধারাবিবরণীতে ছিলেন, দেলোয়ার হোসেন ও শেখ ইব্রাহিম। উদ্বোধনী ম্যাচে
নবীনগর উপজেলার ঢাল্লা ফুটবল একাদশকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টনকী
ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে অন্যান্যের
মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান,
বাঙ্গরা ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির সভাপতি শেখ আলমগীর হোসেন, ব্যবসায়ী
শেখ ছগির আহাম্মদ, জাতীয় নাগরিক পার্টির নেতা শাহীন আলম, কবির আহাম্মদ ও
নেজামুল হক মজুমদার প্রমুখ।