নিজস্ব
প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি -এনসিপি'র কুমিল্লা মহানগর সমন্বয় কমিটি
গঠিত হয়েছে। মোঃ সিরাজুল হককে প্রধান সমন্বয়কারী এবং ইঞ্জিনিয়ার মোঃ
রাশেদুল হাসানকে প্রথম যুগ্ম সমন্বয়কারী ঘোষণা করে এই কমিটি অনুমোদিত
হয়েছে। এছাড়াও ৬ সদস্যের যুগ্ম সমন্বয়কারীর তালিকায় রয়েছেন মাসুমুল বারী
কাউসার, জাহিদুল ইসলাম সরকার, ইঞ্জিনিয়ার কাজী মোঃ জায়েদ, মোঃ ইফতেখারুল
ইসলাম ও ফারহা এমদাদ ইম্পা।
জাতীয় নাগরিক পার্টি - এনসিপি'র কেন্দ্রিয়
সদস্য (দপ্তর) মোহাম্মদ উসামা সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে কুমিল্লা
মহানগর সমন্বয় কমিটির তালিকা প্রকাশ করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির
সদস্য সচিব আক্তার হোসেন ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ
স্বাক্ষরিত স্বারকে এই কমিটি অনুমোদন করা হয়। আগামী তিন মাস অথবা আহ্বায়ক
কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটি অনুমোদন করা হয়।
কুমিল্লা মহানগর
সমন্বয় কমিটির সদস্যরা হলেন অ্যাডভোকেট মনির হোসেন, ডা. রেদোয়ান মাহমুদ,
অ্যাডভোকেট ফারজানা স্বর্ণা, এসবি জুয়াল, মোঃ কামাল হোসেন, মুনতাসির তুষার,
কাজী নাজমুল হক জিসান, মোঃ নাসির উদ্দিন, জাফরিন হক অনন্যা, রাশেদুল আলম
ভূঁইয়া, কাজী নাসরিন, আব্দুর রহিম, সাইফুল ইসলাম সাগর, মোঃ নাইমুল হাসান
মজুমদার নাঈম, মোহাম্মদ ফয়জুল্লাহ, মোহাইমিন শাফি ফাহিম, শাহাদাত হোসেন
সুমন, আব্দুল মান্নান, ফাহিম মাহমুদ নাফিম, অনন্যা আক্তার, মোঃ আবু আজাদ,
সাবিকুন নাহার, ফেরদৌস আরা, গাজী সাইফুল ইসলাম, জান্নাতুল মনিরা, মোঃ
মাহবুব হোসেন, সাহিদা আক্তার সুমি, নাজমা আক্তার, মোজাম্মেল হোসেন তানভীর,
আয়াজ হক অপু, জ্যোতি খান, মোঃ হাসানুল্লাহ, মোঃ আহমেদ হোসেন।