কুমিল্লা
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন শহীদ মিনার এবং বীর মুক্তিযোদ্ধা
রফিকুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়েছে
জেলা প্রশাসন। গত ২৫ জুন ভাঙা ম্যুরাল ও শহীদ মিনারের ছবি সামাজিক যোগাযোগ
মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে অসন্তোষ দেখা দেয়।
বিষয়টি কুমিল্লার জেলা
প্রশাসক মো: আমিরুল কায়ছারের নজরে আসা মাত্রই তিনি তাৎক্ষণিক সংস্কারের
নির্দেশ দেন। তাঁর উদ্যোগে এবং জেলা পরিষদের অর্থায়নে দ্রুততার সঙ্গে শহীদ
মিনার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ম্যুরালটি সংস্কার করা হয়েছে।
উল্লেখ্য,
বেশ কয়েক মাস ধরেই স্থাপনা দুটি ভাঙা অবস্থায় ছিল এবং এলাকাবাসীর ধারণা,
মাদকাসক্ত ছিন্নমূল ব্যক্তিরা লোহার স্তম্ভগুলো ভেঙে নিয়ে গিয়েছিল। এই
অবহেলায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনার এমন দুরাবস্থা দেখে
অনেকেই হতাশা ব্যক্ত করেছিলেন।