রোববার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২
নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই
কুমিল্লায় সাংবাদিকদের প্রেস সচিব
তানভীর দিপু:
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ১:৪৪ এএম আপডেট: ২০.০৭.২০২৫ ২:১২ এএম |

 

 নির্বাচন নিয়ে কোন  অনিশ্চয়তা নেইনির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি শনিবার কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা জানান। 
প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময় নির্বাচন হবে।  নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোন নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। 
পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশন গুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথেই বিষয়টি আলোচনা করছে। প্রতিটি বিষয় নিয়েই খুব ভালোভাবে আলোচনা হচ্ছে। এরপর আমরা আশা করব জুলাই সনদেও সবাই সাইন করবেন।, আমরা সবাই নির্বাচনের পরিবেশে ঢুকবো। এই বৃষ্টির মৌসুমটা শেষ হলেই দেখবেন বাংলাদেশের আনাচে-কানাচে গ্রামেগঞ্জে নির্বাচনের হাওয়া বইছে। এখন যে বৃষ্টির মৌসুম চলছে, তার শেষ হলেই বাংলাদেশে নির্বাচনী হওয়া বইতে শুরু করবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রায় সচিব বলেন, যতগুলো স্পর্শকাতর ঘটনা ঘটছে সবগুলোতেই জড়িতদের গ্রেফতার করা হয়েছে। কেউ বলতে পারেনি যে এমন একটি ঘটনা ঘটছে তাকে ধরা হচ্ছে না। প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই গ্রেপ্তার হচ্ছে এবং আমরা খুব দ্রুত কাজ করছি। 
গোপালগঞ্জ ইস্যুতে প্রেস সচিব বলেন, গোপালগঞ্জের মানুষ এদেশেরই মানুষ, তাদের প্রতি সরকার কোন বৈষম্য করবে না। কিন্তু যারা যারা সেদিন আইন নিজের হাতে তুলে নিয়েছে, যারা সহিংসতায় জড়িত ছিল - আমরা সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করছি। গ্রেপ্তারও হচ্ছে। অনেকে বলছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমরা সকল সাংবাদিকদের কে বলবো আপনারা গোপালগঞ্জে আসেন দেখেন, আমরা সবকিছু নিয়মতান্ত্রিকভাবেই আইনগতভাবে করছি। 
"ঞযব ঘবীঃ ডধাব" প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মত আয়োজিত ঞঊউীঈড়সরষষধ টহরাবৎংরঃু অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ সহ অন্যান্যরা।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অনুপ্রেরণার গল্প শুনলেন শিক্ষার্থীরা
নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই
গোল্ডেন এপ্লাস প্রাপ্ত দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়
ব্রাহ্মণপাড়ায় গাছের সাথে গাঁজা পাচার!
লাকসাম উপজেলার ১০ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় যাত্রীবাহী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ৮ চাকা লাইনচ্যুত
ঢাকায় জামায়াতের সমাবেশে যোগ দিতে কুমিল্লা থেকে যাবেন লক্ষাধিক নেতাকর্মী
কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
TEDxCoU: অনুপ্রেরণার গল্প শুনলেন শিক্ষার্থীরা
সরকারই উস্কানি দিয়ে তাদেরকে গোপালগঞ্জ পাঠিয়েছে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২