ঘরোয়া
ফুটবল মৌসুম ২০২৫-২৬ এর জন্য কোনো দলই পুরোপুরি ঘর গুছিয়ে নিতে পারেনি।
তবে এরই মধ্যে অনুশীলনে নেমে পড়েছে আবাহনী। তাদের এই প্রাক-মৌসুম প্রস্তুতি
আন্তর্জাতিক প্রতিযোগিতা সামনে রেখে।
এএফসি চ্যালেঞ্জ লিগে আবাহনী
খেলার সুযোগ পেয়েছে মোহামেডান ক্লাব লাইসেন্সিং করতে ব্যর্থ হওয়ায়।
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেও সাদাকালোরা সাংগঠনিক ব্যর্থতা
দেখিয়েছে। মোহামেডানের ব্যর্থতায় প্রিমিয়ার লিগ রানার্সআপ আবাহনী জায়গা
করে নিয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগে। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে
চ্যালেঞ্জ লিগ খেলবে বসুন্ধরা কিংস।
প্রাথমিক রাউন্ডে আবাহনীর প্রতিপক্ষ
কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেড ও বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ
সিরিয়ার ক্লাব আল-কারামাহ। ১২ আগস্ট বাংলাদেশের দুই ক্লাবের খেলা। আবাহনী
খেলবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। বসুন্ধরা কিংস খেলবে প্রতিপক্ষের মাঠে।
ম্যাচ
সামনে রেখে আবাহনী এরই মধ্যে অনুশীলন শুরু করেছে। গতবারের কোচ মারুফুল হক
এবারও দায়িত্ব নিয়েছেন আবাহনীর। তার অধীনে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু
করেছে আকাশি-নীলরা। আক্রমণভাগের শক্তি বাড়াতে আবাহনী দলে ভিড়িয়েছে পুলিশের
স্ট্রাইকার আল-আমিনকে এবং বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড শেখ মোরসালিনকে।
প্রথম
দিন ১৭ জন খেলোয়াড় যোগ দিয়েছিলেন অনুশীলনে। প্রতিদিনই খেলোয়াড় বাড়ছে। তবে
এখনো কোনো বিদেশি এসে পৌঁছাননি। গত বছরের দুই বিদেশি ব্রাজিলের রাফায়েল
আগুস্ত ও নাইজেরিয়ান এমেকা ওগবুেগের সাথে এবার আবাহনী নিয়েছে মোহামেডানের
মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতেকে।