কুমিল্লা
মহানগর তাঁতীদলের ৩নং ওয়ার্ডের দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় কুমিল্লা মহানগর তাঁতীদলের
৩নং ওয়ার্ডের আহবায়ক মো.শরীফ উদ্দিনকে সভাপতি ও সদস্য সচিব মো. শাহিন
কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শুক্রবার (১৮জুলাই)বিকালে
ধর্মসাগরপাড় এলাকায় কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ
সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে দ্বী-বার্ষিক সম্মলেন উদ্বোধন করেন কুমিল্লা
মহানগর তাঁতীদলের আহবায়ক মো. রেজাউল করিম।
৩নং ওয়ার্ড তাঁতীদলের আহবায়ক
মো.শরীফ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোতয়ালী মডেল
থানা বিএনপির আহবায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল
কাইয়ুম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল
হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দীক শিল্পী। প্রধান বক্তার বক্তব্য
রাখেন, কুমিল্লা মহানগর তাঁতীদলের সদস্য সচিব নবীর হোসেন। এসময় আরও বক্তব্য
রাখেন, কুমিল্লা মহানগর তাতী দলের যুগ্ম আহবায়ক, মোহাম্মদ ইব্রাহিম, বাহার
উদ্দিন বাহার ও জাহাঙ্গীর আলম ভূঁইয়া। ৩নং ওয়ার্ড তাঁতীদলের সদস্য সচিব
মো. শাহিন কবিরের সঞ্চালনায় দ্বী-বার্ষিক সম্মেলনে কুমিল্লা মহানগর
তাঁতীদলের আহবায়ক মো.রেজাউল করিম বলেন, আগামীতে কুমিল্লায় বিএনপির হাতকে
শক্তিশালী করতে তাঁতীদলের প্রত্যেক নেতা-কর্মীকে মাঠে কাজ করতে হবে। দেশের
মানুষ বহু বছর নিজের ভোট নিজে দিতে পারেনি। তাঁরা এখন দ্রুত নির্বাচন চায়।
দেশের মানুষ এখন ভোট দেওয়ার অপেক্ষায় দিন গুনছে। আগামীতে বাংলাদেশের
প্রধানমন্ত্রী হবে দেশনায়ক তারেক রহমান। একটি চক্র দেশের নির্বাচন বানচাল
করার চক্রান্ত করছে আমাদের জাতীয়তাবাদী তাঁতীদল সকল ষড়যন্ত্র মোকাবেলা করে
দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি আগামীতে সরকার গঠন করবে।