বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গত কয়েকদিন থেকে মিথ্যা অপপ্রচার, দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৮জুলাই)বিকাল ৪টায় স্থানীয় নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক প্রদক্ষিন শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
এসময় তিনি বলেন -বিএনপি সকল সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী। যখনি নির্বাচন আসে, তখনি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার শুরু হয়।
তিনি বলেন -বিএনপি যখন ২০২৬ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলো। তখনি একটি দল পরিকল্পিত ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গত কয়েকদিন থেকে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। এছাড়াও দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের মাত্রাও বেড়ে চলছে। তাই আজ মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।
তিনি আরো বলেন- বিএনপি কারো উস্কানিতে জড়াবেনা। সকল রাজনৈতিক দলকে সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রাখার জন্য তিনি আহ্বান জানান।
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ সুলতান খোকন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শওকত হোসেন শিহাব, গিয়াস উদ্দিন সৈকত, যুগ্ম আহবায়ক প্রফেসার আলী মর্তুজা, এস.এম মুনসুর, মঞ্জুরুল আলম মজনু, মোহাম্মদ আলী চেয়ারম্যানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।