২৪
এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে সারা দেশের মতো কুমিল্লায়ও
মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে বিএনপি। শুক্রবার (১৮
জুলাই) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি
পালিত হয়।
কর্মসূচি সফল করতে শুক্রবার দুপুরের পর থেকেই কান্দিরপাড়স্থ
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন এলাকা থেকে বিএনপির
নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিশাল মৌন
মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগঞ্জ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত
সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর
বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু। বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক
ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শওকত আলী বকুল,
বিএনপি নেতা মোস্তফা জামান, রেজাউল কাইয়ুম, শফিউল আলম রায়হানসহ বিএনপি ও
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে
জীবন উৎসর্গকারী শহিদরা দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত। তাদের স্মরণে
এই কর্মসূচি শুধু অতীতকে স্মরণের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন
শপথ।