
নিজস্ব
প্রতিবেদক: ঢাকায় জামায়াতের সমাবেশ সফল করতে কুমিল্লা থেকে অন্তত লক্ষাধিক
নেতাকর্মী যোগ দিবেন হলে জানা গেছে। শনিবারের এ সমাবেশ সফল করতে শুক্রবারই
কুমিল্লা থেকে অন্তত ২০ হাজার নেতা কর্মী ঢাকায় চলে গিয়েছেন বলে নিশ্চিত
হওয়া গিয়েছে। আর শনিবার ফজরের পর থেকে সহস্রাবিক বাস এবং সহস্রাধিক
প্রাইভেটকার মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে করে আর অন্তত আশি হাজার নেতা
কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
জুলাই গণ-অভ্যুথানে সংঘটিত গণহত্যার
বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত
করাসহ সাত দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে রাজধানী ঢাকার
সোহরাওয়ার্দী উদ্যানে আজ এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
জামায়াতের একটি সূত্র
বলছে, শনিবারের সমাবেশকে সফল করার লক্ষ্যে গত অন্তত দুই থেকে তিন সপ্তাহ
ধরে কুমিল্লা মহানগরী, জেলা উত্তর ও জেলা দক্ষিণসহ পুরো জেলার প্রতিটি
ওয়ার্ডে ওয়ার্ডে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। এ সমাবেশ ঘিরে নেতাকর্মীদের
মাঝে ব্যাপক প্রাণ চাঞ্চল্য তৈরি হয়েছে।
জামায়াত নেতৃবৃন্দ জানিয়েছে
ঢাকার সমাবেশে যোগ দিতে কুমিল্লা মহানগরী থেকে অন্তত ২০ হাজার নেতা-কর্মী
যাবেন। এছাড়া উত্তর ও দক্ষিণ জেলার ১৭টি উপজেলা থেকে গড়ে ৫ হাজার করে
নেতা-কর্মী সমাবেশে যোগ দিবেন। সব মিলিয়ে সংখ্যাটা লাখ ছাড়িয়ে যাবে।
জামায়াতের
সমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লা মহানগরীর সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য
সচিব মু. মাহবুবর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকার সমাবেশকে
সফল করার লক্ষ্যে কুমিল্লা অঞ্চল (কুমিল্লা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা)
থেকে আমাদের দেড় লক্ষাধিক নেতাকর্মী ঢাকার সমাবেশে যোগ দিবেন। এ সংখ্যাটা
আরও বাড়তে পারে। কারণ কুমিল্লা মহানগরী, উত্তর জেলা ও দক্ষিণ জেলা থেকে
লক্ষাধিক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা রয়েছে। নেতাকর্মীদের যাতায়াতের জন্য
প্রায় এক হাজার বাস কয়েক শতাধিক মাইক্রোবাস ভাড়া করা হয়েছে। সময় যত বাড়ছে
পরিবহনের সংখ্যা আমাদেরকে বাড়াতে হচ্ছে। ঢাকার এই সমাবেশ কে ঘিরে
নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরাও গত প্রায় তিন সপ্তাহ
যাবৎ ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছি। শুক্রবার থেকেই নেতাকর্মীরা ঢাকায়
যাওয়া শুরু করেছেন। শনিবার ফজরের নামাজের পর থেকে বাকি নেতা কর্মীরা ঢাকার
উদ্দেশ্যে রওনা হবেন।
চৌদ্দগ্রাম জামায়াতের ১০ হাজার নেতাকর্মী ঢাকায়:
এদিকে
সাত দফা দাবিতে শনিবার ঢাকার সরোওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করেছে
জামায়াতে ইসলামী। সমাবেশ সফল করার লক্ষ্যে ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের দশ হাজার
জামায়াত-শিবির নেতাকর্মী যাত্রা করেছে। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত
করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন।
সমাবেশ
সফল করতে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াত
ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পোস্টার লাগানো
হয়েছে উপজেলার সর্বত্র। এছাড়া সমাবেশে উপস্থিত হতে সোস্যাল মিডিয়ায়
দাওয়াতী কাজ চলমান রেখেছে নেতাকর্মীরা।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের
আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারী মু. বেলাল হোসাইন শুক্রবার বিকেলে বলেন,
কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ তাহেরের নির্দেশে ঢাকায় সমাবেশের উদ্দেশ্যে
১২০টি হাইয়েস মাইক্রোবাস ও ৮০টি বাস ছাড়াও ব্যক্তিগত প্রাইভেটারে করে
নেতাকর্মীরা যাচ্ছে। এছাড়াও বৃহস্পতিবার থেকে অনেকে সমাবেশে উপস্থিত হওয়ার
জন্য আত্মীয় স্বজনের বাসায় অবস্থান করছেন।