দেবিদ্বারে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে ‘কুমিল্লাস্থ আমরা ফতেহাবাদ ইউনিয়নবাসী’ সংগঠনের উদ্যোগে জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ নায়েব আলী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সমকালের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. কামাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা এইচ এম ছাদির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি জসিম উদ্দিন, জসিম উদ্দিন এনাম, সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মুন্সি, দৈনিক কুমিল্লার কাগজের প্রতিনিধি মো. শাহীন আলম, কলেজের প্রভাষক আনোয়ার হোসেন তুহিন, সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সালাউদ্দিন, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমেদ ও ব্যবসায়ী শরীফুল ইসলাম। পরে কুমিল্লা মহানগর ব্লাড ব্যাংকের উদ্যোগের কলেজ চত্ত্বরে বৃক্ষ রোপন করেন অতিথিগণ।