সোমবার ২১ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২
বাইউস্টে জুলাই স্মরণসভায় উপাচার্য
দেশের প্রতিটি উত্তরণে শিক্ষার্থীদের অবদান অবিস্মরণীয়
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১:৫২ এএম |


বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এ জুলাই স্মরণসভা আয়োজিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও তরজমা পাঠ করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহনেওয়াজ মনির। এরপর জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মোহাম্মদ তাসিন ওবায়দুল্লাহ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মোহাম্মদ ফারদিন ফারাজ এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী আসমা আক্তার।
বক্তারা জুলাই বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে শহীদ ও আহতদের স্মরণ করেন এবং বৈষম্য বিরোধী আন্দোলন ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সময়কার দিনগুলো সম্পর্কে স্মৃতিচারণ করেন। তারা আশা প্রকাশ করেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে বাংলাদেশ একটি বৈষম্যহীন, ফ্যাসিবাদমুক্ত ও মানবিক রাষ্ট্রে পরিণত হবে যেখানে মানুষের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত থাকবে।
এরপর স্মরণসভায় ‘জুলাই অভ্যুত্থান’ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাইউস্টের সম্মানিত উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি- শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, “দেশের প্রতিটি উত্তরণে শিক্ষার্থীদের অবদান অবিস্মরণীয়। গণমানুষ ও শিক্ষার্থীদের আন্দোলনে পরিবর্তনের ধারা সূচিত হলেও এখনও আমাদের সামনে অনেক পথ বাকি।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আগামী দিনের সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়তে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।” একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের ‘মব ভায়োলেন্স’ থেকে বিরত থাকতে এবং কোনো ষড়যন্ত্রের অংশ না হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানগণ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইনবিভাগের লেকচারার রাশপিয়াতুর রাশপি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রফিকুল ইসলামের ম্যুরাল সংস্কার করলো জেলা প্রশাসন
শতবর্ষী তালগাছ কেটে বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার অভিযোগ
১৮৯ বছরে কুমিল্লা জিলা স্কুল
গোপালগঞ্জে কারফিউ ও১৪৪ ধারা প্রত্যাহার
এনসিপির কুমিল্লা মহানগর সমন্বয় কমিটি অনুমোদিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১৮৯ বছরে কুমিল্লা জিলা স্কুল
এসএসসিতে ভালো ফল অজর্ন করা তিন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা
গোল্ডেন এপ্লাস প্রাপ্ত দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়
নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই
আওয়ামী লীগ ‘গন কেস ’: তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২