৫ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকালে বুড়িচং প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
খাড়াতাইয়া শিশু শিক্ষালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন , বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা। শুরুতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় কোরান তেলোয়াত করেন হাজী ফজলুর রহমান কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুল ইসলাম। বক্তব্য রাখেন ভরাসার সূর্যোদয় কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কবির আহমেদ, দি হলি কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, শিক্ষা নিকেতন পরিহল পাড়ার অধ্যক্ষ আবু জাফর, গোমতী কিন্ডারগার্টেন কামার খাড়ার অধ্যক্ষ মিজানুর রহমান, ষোলনল চাইল্ড কেয়ার একাডেমির অধ্যক্ষ জামাল উদ্দিন, পূর্বহুড়া গোমতী কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা রুহুল আমিন,ভাদুয়াপাড়া শাকিল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আরমান হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিগত বছরের মতো এ বছরও ৫ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা এর নিকট জোর দাবি জানাচ্ছি।
তিনি বলেন, শিক্ষা হলো মৌলিক অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করার কোন অধিকার কারো নেই। এ বৈষম্য আমরা মেনে নিতে পারি না।