মাসুদ পারভেজ।।
কুমিল্লায়
সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৫ ব্যক্তিকে আট করা হয়েছে।
বুধবার দুপুরে কুমিল্লা নগরীর ১৪ নং ওয়ার্ড মুরাদপুর এলাকা থেকে ওই
ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা, ২ বোতল
ফেনসিডিল, ২টি ওয়াকিটকি সেট, ১১টি মোবাইল ফোন, ৬টি চাইনিজ ছুরি, একটি
চাপাতি, একটি দেশীয় তৈরি ছুরি, ৩টি পেন ড্রাইভ ও ৪টি মেমোরি কার্ড জব্দ করা
হয়।
কুমিল্লা সদর ক্যাম্প বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর ২৩
বীর ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক ব্যক্তিরা
হলেন, সোহেল (৩৫), মামুন (৩৫), মো. জুয়েল (২৫), সোহেল মিয়া (২৪) ও সবুজ
আহমেদ (২৮)। আটককৃতদের মধ্যে দুইজন বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।
অভিযান শেষে সেনাবাহিনী আটককৃতদের মাদক ও অস্ত্রসহ স্থানীয় থানায় হস্তান্তর
করে।