সৌরভ মাহমুদ হারুন ।।
কুমিল্লার বুড়িচংয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার
(১৭ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের
দেয়ালে এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিক্ষার্থীরা রঙ
তুলিতে ফুটিয়ে তোলেন দেশপ্রেম, ত্যাগ আর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার নানা
চিত্র। দেয়ালে আঁকা এই চিত্রগুলোতে ইতিহাস, আত্মত্যাগ এবং জাতির গর্বগাথা
উঠে আসে সৃজনশীল ভঙ্গিতে।
প্রতিযোগিতা পরিদর্শন করেন বাংলাদেশ এনার্জি
রেগুলেটরি কমিশনের পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশিদ সরকার, বুড়িচং উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি)
সোনিয়া হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, উপজেলা শিক্ষা
অফিসার ফওজিয়া আক্তার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,
আপ্যায়ন সম্পাদক মো. ফয়েজসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও
শিক্ষার্থীরা।পুরস্কারপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান -মাধ্যমিক পর্যায়ে:প্রথম
স্থান:বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়,দ্বিতীয় স্থান: রামপুর উচ্চ
বিদ্যালয়,তৃতীয় স্থান:আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।
উচ্চ মাধ্যমিক
পর্যায়ে:প্রথম স্থান:নিমসার জুনাব আলী কলেজ,দ্বিতীয় স্থান:বুড়িচং এরশাদ
ডিগ্রি কলেজ,তৃতীয় স্থান:পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইউএনও মো. তানভীর হোসেন।
প্রতিযোগিতা
সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, ইতিহাস
চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে।