চৌদ্দগ্রাম
প্রতিনিধি: চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের তেলীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট
হয়ে ইকবাল হোসেন মাসুম(২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের
মরহুম আবদুল্লাহ বাচ্চুর ছোট ছেলে। বুধবার রাত আনুমানিক এগারটায় বাড়ির
সামনে বাইক ও কার ওয়াশের দোকান বন্ধ করার সময় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার
তথ্যটি নিশ্চিত করেছেন চিওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কাজী জাহাঙ্গীর
হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন মাসুম সম্প্রতি বাড়ির
সামনে ধোড়করা-চিওড়া সড়কের পাশে বাইক ও কার ওয়াশের দোকান দেয়। প্রতিদিনের
মতো কাজ শেষে বুধবার রাত এগারটায় দোকান বন্ধ করার বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে
মৃত্যুবরণ করেন। দীর্ঘক্ষণ পর স্থানীয় লোকজন টের পেয়ে তার লাশ উদ্ধার করে
বাড়িতে নিয়ে যায়। শান্ত ছেলে ইকবাল হোসেনের মাসুমের মৃত্যুতে পুরো এলাকায়
শোকের ছায়া নেমে আসে। নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন
করা হয়েছে।