রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার
চান্দিনায় এক যুবককে অপহরণ করে আটক, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে
চিহ্নিত সন্ত্রাসী রাসেল মুন্সী সহ ৪ যুবককে আটক করেছে সেনাবহিনীর
ক্যাপ্টেন আল সোয়ানুর ইসলাম এর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এসময় অপহৃত ওই
যুবককে উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদকদ্রব্য, ৫টি মোবাইলসহ
বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায়
সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা
যায়। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা বাস স্টেশন সংলগ্ন
একটি মার্কেটে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। ওই ঘটনায়
চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়,
চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের কামরুল হাসানের ছেলে হাসিবুল হাসান (২১)
কে বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা সদরের মোকামবাড়ি এলাকা থেকে অপহরণ
করে নিয়ে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে একই দিন বেলা ২টায় যৌথ বাহিনী অভিযান
পরিচালনা করে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে। অপহৃত ব্যক্তিকে বেধরক মারধর করে
সন্ত্রাসীরা। এসময় অপহরণকারী চান্দিনা উপজেলা সদরের মহারং মুন্সী বাড়ির
মনির মুন্সীর ছেলে চিহ্নিত সন্ত্রাসী রাসেল মুন্সী (৩০), তার সহযোগী মহারং
গ্রামের মৃত সুলতান ভূইয়ার ছেলে জুয়েল (৩৪), হারং গ্রামের কামাল হোসেনের
ছেলে রাকিবুল হাসান (২৪), বেলাশ^র গ্রামের মনু মিয়ার ছেলে মো. কামাল হোসেন
(৩০) কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ
(ওসি) জাবেদ উল ইসলাম জানান, ওই ঘটনায় ভিকটিম হাসিবুল হাসান নিজে বাদি হয়ে
চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন। আসামীদের কুমিল্লা কেন্দ্রীয়
কারাগারে প্রেরণ করা হয়েছে।