মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২
কুমিল্লায় ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি! সাহা মেডিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১:১৪ এএম আপডেট: ১৪.০৭.২০২৫ ১:৫১ এএম |


  কুমিল্লায় ৯ টাকার ওষুধ  ৮০ টাকায় বিক্রি! সাহা মেডিকেলকে ৫০ হাজার টাকা জরিমানাকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় "সাহা মেডিকেল হল"-নামে একটি ফার্মেসিতে ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম উদঘাটিত হওয়ায় এই জরিমানা করা হয়। 
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
অভিযানে দেখা যায়, সাহা মেডিকেল হলে রোগীর কাছে এক প্রকার ওষুধ যার মূল্য নির্ধারণ করা আছে মাত্র ৯ টাকা, তা বিক্রি করা হয়েছে ৮০ টাকায়। এছাড়াও মেডিকেলটিতে মূল্য তালিকা প্রদর্শন না করা, ওষুধ সংরক্ষণে শৃঙ্খলার অভাবসহ একাধিক অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় শাস্তিযোগ্য হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানকে সতর্ক করে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
এই অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কেউ যেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মসজিদের ভেতর অবরুদ্ধ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ
এসএসসিতে ১২৬৪ নম্বর পেয়ে বোর্ড সেরা কুমিল্লার অনামিকা
কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে 'জুলাই স্মৃতিস্তম্ভ'
দাউদকান্দি ছেলেকে অপহরণের খবর শুনে বাবার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ নম্বর পেয়ে বোর্ড সেরা কুমিল্লার অনামিকা
দাউদকান্দিতে ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়: বাবার মৃত্যু
কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে 'জুলাই স্মৃতিস্তম্ভ'
বাখরাবাদ সিবিএ নেতা মালেক গ্রেপ্তার
ধর্ষণ মামলা বেড়েছে কুমিল্লায়, হত্যাকাণ্ড কমে জুনে দাঁড়িয়েছে ৬টিতে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২