কুমিল্লা
নগরীর রাজগঞ্জ এলাকায় "সাহা মেডিকেল হল"-নামে একটি ফার্মেসিতে ৯ টাকার
ওষুধ ৮০ টাকায় বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার
(১৩ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা
কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম উদঘাটিত
হওয়ায় এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
অভিযানে
দেখা যায়, সাহা মেডিকেল হলে রোগীর কাছে এক প্রকার ওষুধ যার মূল্য নির্ধারণ
করা আছে মাত্র ৯ টাকা, তা বিক্রি করা হয়েছে ৮০ টাকায়। এছাড়াও মেডিকেলটিতে
মূল্য তালিকা প্রদর্শন না করা, ওষুধ সংরক্ষণে শৃঙ্খলার অভাবসহ একাধিক অনিয়ম
পাওয়া যায়। এসব অপরাধ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায়
শাস্তিযোগ্য হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানকে সতর্ক করে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
এই
অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ,
অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
জাতীয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান,
ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে কেউ যেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করাই
আমাদের লক্ষ্য।