আলমগীর হোসেন,দাউদকান্দি ।।
দাউদকান্দি
উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের সুরুজ মিস্ত্রির ছেলে মোঃ পাবেল
মিয়া (২৫) কে আটক করে ব্যাপক মারধর করে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের
ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
১৫ জুলাই মঙ্গলবার ভিকটিম মোঃ পাভেল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ১৬/১৭ জনের নামে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
গত
১৩ জুলাই রবিবার দুপুরে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে কবুতর ক্রয় করতে
যান মোঃ পাভেল মিয়া। বাজারে পৌঁছালেই একটি চক্র তাকে টার্গেট করে।
কিছুক্ষণ পড় ওই চক্রটি সুযোগ বুঝে তাকে মারধর করে এক পর্যায়ে তার হাত পা
চোখ বেধে কোন এক গলির বিল্ডিং এ নিয়ে যায়। পরে আটককৃত পাভেলের ব্যবহৃত ফোন
থেকে বাড়িতে ফোন দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। ছেলের এমন সংবাদে পাভেলের
বাবা সুরুজ মিয়া ( ৬০) স্ট্রক করলে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
(গৌরীপুর) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আটকৃত পাভেলের মারধরের ছবি ভাইরাল হয়ে নেট দুনিয়ায় ছডিয়ে পড়ে তীব্র নিন্দা ও ক্ষোভ।
দাউদকান্দি
মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী বলেন, অপহরণের ঘটনায় মামলা
দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশি কার্যক্রম চলছে।