সুরা
আর রাহমানে আল্লাহ তায়ালা আসমান, জমিন, পৃথিবীর সৃষ্টি, জান্নাত, জাহান্নাম
এবং তার বিভিন্ন নেয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। এই সুরার ১৫ নম্বর আয়াতে
তিনি জিন জাতির সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন। বর্ণিত হয়েছে-আর তিনি
জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। (সুরা আর রাহমান, আয়াত :
১৫)
এই আয়াতে বলা হয়েছে, জিন সৃষ্টির প্রধান উপাদান অগ্নিশিখা, যেমন
মানব সৃষ্টির প্রধান উপাদান মৃত্তিকা। আর তা এক বিশেষ ধরনের আগুন। কাঠ বা
কয়লা জ্বালালে যে আগুন সৃষ্টি হয় এটা সে আগুন নয়। এটি হলো ধোঁয়াবিহীন
শিখা।
অর্থাৎ প্রথম মানুষকে যেভাবে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তারপর
সৃষ্টির বিভিন্ন স্তর অতিক্রম করার সময় তার মাটির সত্তা অস্থি-মাংসে তৈরি
জীবন্ত মানুষের আকৃতি লাভ করেছে এবং পরবর্তী সময়ে শুক্রের সাহায্যে তার
বংশধারা চালু আছে। একইভাবে প্রথম জিনকে নিছক আগুনের শিখা থেকে সৃষ্টি করা
হয়েছিল এবং তার বংশধরদের থেকে পরবর্তী সময়ে জিনদের অধস্তন বংশধররা সৃষ্টি
হয়ে চলেছে। মানব জাতির জন্য আদমের মর্যাদা যা, জিন জাতির জন্য সেই প্রথম
জিনের মর্যাদাও তাই।
জীবন্ত মানুষ হয়ে যাওয়ার পর আদম এবং তার বংশ থেকে
জন্ম লাভকারী মানুষের দেহের সেই মাটির সাথে যেমন কোন মিল নেই জিনদের
ব্যাপারটাও তাই। তাদের সত্তাও মুলত আগুনের সত্তা। কিন্তু আমরা যেমন মাটির
স্তুপ নই, তেমন তারাও শুধু অগ্নি শিখা নয়।