নিজস্ব প্রতিবেদক: গৌরবের ২৫ বছরে যাত্রা করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন লাইফ সেভিং মুভমেন্ট। বৃহস্পতিবার (১৭ জুলাই) নগরীর ফানটাউন মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে লাইফ সেভিং মুভমেন্টের সকল ইউনিটের প্রতিনিধি ও রক্তদাতাগণ উপস্থিত ছিলেন।
এডভোকেট শহিদুল হক স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সনাক সভাপতি বদরুল হুদা জেনু, অধ্যক্ষ মুহাম্মদ শফিকুর রহমান, ডা. ইকবাল আনোয়ার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওমর ফারুক চৌধুরী।
সভায় বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ কাজ। এ সংগঠন যখন যাত্রা শুরু করে তখন ডোনার সংখ্যা বা সচেতন ডোনার খুব কম ছিলো। লাইফ সেভিং মুভমেন্ট মানবিক কাজে সব সময় পাশে ছিলো আছে।