বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার, সারা দেশে
আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, মব তৈরির মাধ্যমে অনৈতিক ফায়দা হাসিলের
প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার
(১৭ জুলাই) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়ন বিএনপির
উদ্যোগে আয়োজিত রাজামেহার হাইস্কুল মাঠে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা
বলেন, দেবিদ্বারের চারবারের সংসদ সদস্য ইঞ্জি.মঞ্জুরুল আহসান মুন্সী ও তার
ছেলে ব্যারিস্টার রেজভী-উল আহসান মুন্সী প্রতিহিংসার রাজনীতি করেনা।
দেবিদ্বারের উন্নয়ন হয়ে তাঁর হাত ধরেই। একটি চক্র নির্বাচনকে বানচাল করার
জন্য ষড়যন্ত্র শুরু করেছে। আমরা এই ষড়যন্ত্র প্রতিহত করব।
রাজামেহার
ইউনিয়ন বিএনপি নেতা মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, দেশের একটি গুপ্ত সংগঠনের
নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপ্রচার
চালাচ্ছে, অশ্লীল স্লোগান দিচ্ছে। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না।
আমরা তৃণমূল নেতারা স্পষ্ট করে বলে দিতে চাই, যারা বিএনপি নিয়ে ষড়যন্ত্র
করতে চাইবে আমরা তাদের ছাড়ব না এর কঠিন জবাব দিতে প্রস্তুত আছি। বিএনপির
শক্তি এদেশের জনতা। তাই বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে কুৎসা
রটিয়ে নির্বাচনের পথ বন্ধ করা যাবে না। আমরা ইঞ্জিনিয়ার মুঞ্জুরুল আহসান
মুন্সী ও তার ছেলে ব্যারিস্টার রেজভী- উল আহসান মুন্সীর নেতেৃত্ব
দেবিদ্বারের বিএনপির ঐক্যবদ্ধ আছি। এর আগে দিন বুধবার দুপুরে রাজামেহার
ইউনিয়ন বিএনপি নেতা মোশারফ হোসেন ভূঁইয়া ও মনির বদলের নেতৃত্বে একটি
বিক্ষোভ মিছিল দেবিদ্বারের সমাবেশে যোগদান করেন। এসময় প্রত্যেক ওয়ার্ডের শত
শত কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মিছিলটি রাজামহার হাইস্কুল মাঠ থেকে
শুরু হয় দেবিদ্বার নিউ মার্কেট রুবেল চত্ত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে
বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেন।