বাংলাদেশ
জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ
উপলক্ষে কুমিল্লার চান্দিনায় গণসংযোগ করেছে জামায়াতে ইসলামী চান্দিনা পৌর
শাখা। বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা বাস
স্টেশনে ওই গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগ শেষে পথসভা করেন তারা। এসময় পৌর
জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা
করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক
আনোয়ার হোসাইন।
পৌর জামায়াতের সেক্রেটারি ইয়াহিয়া রায়হানের সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা জেলা উত্তরের ওলামা বিভাগের সভাপতি
মাওলানা মিজানুর রহমান আতিকী, কুমিল্লা-৭ চান্দিনা আসনের জামায়াত মনোনীত
সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা নায়েবে আমীর মাওলানা মোশাররফ হোসেন।
প্রধান
অতিথি বক্তব্যে অধ্যাপক আনোয়ার হোসেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির
নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন- যে সময়
হামলা হয়েছে সে সময় এদেশের প্রশাসন কোথায় ছিল ? অতিদ্রুত হামলাকারীদের
গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন
দেবিদ্বার উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল হুদা, চান্দিনা উপজেলা
জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আফাজ উদ্দিন সহ উপজেলা ও পৌর জামায়াতের
নেতৃবৃন্দ।