বুধবার ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২
কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
অপরাধ করে কেউ পার পাবে না- পুলিশ সুপার
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১:১৯ এএম আপডেট: ১৬.০৭.২০২৫ ২:০৬ এএম |





অপরাধ করে কেউ পার  পাবে না- পুলিশ সুপারমাসুদ পারভেজ।।
কুমিল্লায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এবং জেলা পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ এবিএম আবদুল হালিম মিলনায়তনে পৃথকভাবে সভা দুইটি অনুষ্ঠিত হয়। সভা দুইটিতে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে পুলিশের ভূমিকা ও সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। 
এদিন পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 
অপরাধ সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদেরকে আরও সজাগ ও সতর্ক থাকতে হবে। যাতে অপরাধ করে কোন অপরাধী পার না পায়। একই সঙ্গে স্পর্শকাতর ও আলোচিত মামলা তদন্তে গতি আনার তাগিদ দেন তিনি। 
এর আগে জেলা পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ এবিএম আবদুল হালিম মিলনায়তনে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। এসময় পুলিশ সুপার সমস্যা সমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে সবাইকে অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।
এছাড়াও তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের নৈতিক স্থলন রোধ, প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা, দক্ষতা, কর্তৃপক্ষের আদেশ নির্দেশ ও নিয়ন্ত্রণ, বুদ্ধিমত্তা, সুরক্ষা, নিরাপত্তা এবং সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রমাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী,  অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শামিম কুদ্দুস ভুঁইয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার ১৮ থানার অফিসার ইনচার্জ এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জুলাই শহীদ দিবস রাষ্ট্রীয় শোক আজ
চান্দিনার পৌরসভার সাবেক মেয়র মফিজ গ্রেফতার
কুমিল্লার- লালমাই ৪০ বছর ধরে বাঁশের সাঁকোতেই পারাপার
কুমিল্লায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
কুমিল্লায় ডিম চোর আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মসজিদের ভেতর অবরুদ্ধ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার
কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে 'জুলাই স্মৃতিস্তম্ভ'
এসএসসিতে ১২৬৪ নম্বর পেয়ে বোর্ড সেরা কুমিল্লার অনামিকা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২