নিজস্ব
প্রতিবেদক: দলের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সারাদেশে
যে কোন কেন্দ্রিয় নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন
নেতৃবৃন্দ। প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও
ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ
হিসেবে কুমিল্লা জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি থেকে
এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে কুমিল্লার কান্দিরপাড়
থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনটি
কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল। এসময় অন্যান্যদের মধ্যে
আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ,
সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুক, যুগ্ম
আহ্বায়ক তোফায়েল আহমেদ, সালমান সাইদ, রায়হান চৌধুরীসহ অন্যান্যরা। বিক্ষোভ
মিছিল শেষে পুলিশ লাইন্স মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে স্বেচ্ছাসেবক দলের
নেতা কর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, একটি চিহ্নিগোষ্ঠী
দীর্ঘদিনর অপতৎপরতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছে। শিক্ষাঙ্গণে
সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এছাড়া জাতীয়তাবাদী দলে বিএনপির
কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। তাদেরকে শক্ত হাতে
প্রতিহত করতে প্রশাসনকে কঠোর হতে হবে। কেন্দ্রীয় যে কোন ডাকে স্বেচ্ছাসেবক
দলের নেতারা মাঠে প্রস্তুত রয়েছে।