কুমিল্লায়
ডিম চুরির ঘটনায় এক যুবককে আটক করেছে জনতা। গতকাল সন্ধ্যায় মহানগরীর
নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম সুমন হাসান।
নিউমার্কেটের
ডিম ব্যবসায়ী বাবুল মিয়া জানান, গত দুই বছর যাবত তার দোকান থেকে ডিম চুরি
হচ্ছে কিন্তু তিনি ধরতে পারছেন না। দোকানের পিছন দিক দিয়ে এসে ডিম নিয়ে
যেতো চোর। এছাড়াও মার্কেটের সামনে ডিমের গাড়ী আসার পর ক্যারেটে করে কিছু
ডিম নিয়ে কর্মচারী দোকানে গেলে গাড়ী থেকে ডিম নিয়ে চলে যেতো চোর । এমন
অবস্থায় গতকাল সন্ধ্যায় একই ঘটনার সময় চুরকে ধরে ফেলে জনগন। এসময় তাকে
ডিমসহ আটক করে মারধর করা হয় এবং পুলিশে দেওয়া হয়।
পুলিশের উপ পরিদর্শক ফিরোজ হোসেন জানান, আটক চুরকে আমরা আদালতে চালান করে দিয়েছি। বিস্তারিত পরে জানাবো।