প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১:৩৩ এএম আপডেট: ১৫.০৭.২০২৫ ১:৪৮ এএম |

নিজস্ব
প্রতিবেদক: দেশ জুড়ে মব সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে
শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির
প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় বিক্ষোভ
মিছিল করেছে দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদল।
সোমবার
(১৪ জুলাই) বিকেল চারটার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মহানগর
ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক
প্রদক্ষিণ করে কান্দিরপাড়স্থ বিএনপি কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের
মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদল সভাপতি নাহিদ
রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরমানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল
হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়েরুল আলম জিলানী,
সাধারণ সম্পাদক এমদাদুলহক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হেসেন রবিন,
সিনিয়র যুগ্ন সম্পাদকনাসিরুদ্দিনসহ নেতৃবৃন্দ।

অপরদিকে
প্রায় কাছাকাছি সময়ে কুমিল্লার ঈশ^র পাঠশালার সামনে থেকে কেন্দ্রীয়
কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে আরো
একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফায়াজ
রশিদ প্রিমু, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা সোলেমান মুন্সী, সালাউদ্দিন রকি,
ইকরামুল হক রাসেল, মহানগর ছাত্রদল নেতা আজহারুল ইসলাম টিপুসহ অন্যান্য
নেতৃবৃন্দ। এ মিছিলটিও নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি
কার্যালয় প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।