রোববার ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২
ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু
তারেক রহমান
প্রকাশ: রোববার, ১৩ জুলাই, ২০২৫, ১:৪৬ এএম আপডেট: ১৩.০৭.২০২৫ ২:১৬ এএম |



ষড়যন্ত্র এখনো শেষ হয়নি,  স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রুবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু। প্রশাসনের মধ্যে এখনো স্বৈরাচারের ভূত এখনো লুকিয়ে আছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (১২ জুলাই) বিকালে রাজধানীর একটি হোটেলে ছাত্রদলের অমর শহীদদের স্মরণ ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, সুষ্ঠু-স্বাভাবিক পরিস্থিতি কারা ও কীভাবে বাধাগ্রস্ত করছে? জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার কেন জোরদার করা হচ্ছে না?
এসময় গত বছরের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ৩ মাস আগেই জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বিষয়ে মতামত দিয়েছে বিএনপি। এখন দায়িত্ব অন্তর্র্বতী সরকারের বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত শহীদের স্বজনদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন অনেক মানুষ বিষয়টি অনুভব করতে পারেন না। যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন তারা অনুভব করতে পারবেন। স্বৈরাচারের গত ১৬ বছরের শাসনামলে আপনাদের স্বজনদের মতো আরও বহু মানুষ তাদের স্বজনদের হারিয়েছে। আমাদের সীমাবদ্ধতা আছে, তার মধ্যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যারা জীবন দিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল- এদেশের পরিবর্তন হবে, মানুষের ভাগ্যের একটু পরিবর্তন হবে। এদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে। 
তিনি বলেন, দেশের মানুষ মনে করে বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে এবং বিএনপিই আগামীতে ক্ষমতায় আসবে। টিভিতে টকশোতে দেখবেন অনেকে বলে- দেশ নিয়ে বিএনপির এই পলিসি নেওয়া উচিত, ছাত্র-শ্রমিকদের নিয়ে পলিসি নেওয়া উচিত। তারা বলে এই কারণে- তারা মনে করে আগামী দিনে বিএনপি দেশ পরিচালনা করবে। সেজন্যই বিএনপিকে এই কথা বলবে।
এই মুহূর্তে মিডিয়ায় একটি গল্প তৈরির চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, ইদানীং পত্র-পত্রিকায় আমরা দেখছি— বিএনপি সংস্কারের এটি মানছে না, সেটি মানছে না। অপরপক্ষে, অনেক দল সব মেনে নিচ্ছে।
এ বিষয়ে তিনি বলেন, আমাদের নেতৃবৃন্দ বলেছেন- এখানে এসেছে আলোচনা করতে, যদি সব মেনে নিতে হয় তাহলে আলোচনার কী দরকার ছিল। সরকারই সিদ্ধান্ত নিয়ে নিতে পারতো। কিন্তু কিছু ব্যক্তি ও মিডিয়া বলতে চাচ্ছেন- বিএনপি এটা মানছে না, ওটা মানছে না। আর কেউ কেউ এটা মানছে, ওটা মানছে।
সরকার কেন জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, অন্তর্র্বতীকালীন সরকারকে আমরা বরাবর বলেছি- অন্যায় যেই করুক তাকে প্রশ্রয় দেবেন না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। এই সরকারের কাছে আমাদের সবার প্রশ্ন, তারা কেন প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে? 
তিনি বলেন, গতকাল যে ঘটনাটি ঘটেছে, আমরা খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছি- স্ক্রিনে যাকে হত্যা করতে দেখা গেছে তাকে কেনো সরকার এখনো গ্রেপ্তার করেনি? তদন্তের পর যাদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছি, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কেন বসে আছে?
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা অঞ্চলে ৫ বছরে বন্ধ হলো আঠারো জোড়া ট্রেন
কুমিল্লায় ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি গঠন
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুমিল্লা মহানগরীর আহ্বায়ক কমিটি অনুমোদন
ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার তিতাসে রাস্তার পাশ থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
শিক্ষা-সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম’-এর দেবিদ্বার উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত
ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিবের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
কুমিল্লায় হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
কুমিল্লা অঞ্চলে ৫ বছরে বন্ধ হলো আঠারো জোড়া ট্রেন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২