শুক্রবার ১৮ জুলাই ২০২৫
৩ শ্রাবণ ১৪৩২
'প্রশ্নফাঁসে' অভিযুক্ত শিক্ষার্থীর নাম কুবি ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ প্রাপ্তদের তালিকায়!
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১:১৯ এএম আপডেট: ১৬.০৭.২০২৫ ২:০৬ এএম |



 'প্রশ্নফাঁসে' অভিযুক্ত শিক্ষার্থীর নাম কুবি ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ  প্রাপ্তদের তালিকায়!কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য প্রদত্ত ভাইস-চ্যান্সেলর স্কলারশিপে মনোনীত তালিকায় রয়েছেন 'প্রশ্নফাঁসের' অভিযোগ ওঠা এক শিক্ষার্থী। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, 'অনিয়ম করে মার্ক পাবার অভিযোগ আছে যার বিরুদ্ধে, সে কোনোভাবেই এই স্কলারশিপ পাবে না।'
মঙ্গলবার (১৫ জুলাই) স্কলারশিপ প্রাপ্তদের তথ্য সংবলিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তালিকা ঘেটে জানা যায়, তালিকায় ৬৫ নাম্বারে আছেন লামিয়া আর্জুমান্দ নামে এক শিক্ষার্থী। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষ থেকে ৩.৯২ সিজিপিএ নিয়ে স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন। তবে, চলতি বছরের গত ১১ মার্চ এই শিক্ষার্থীকে বিভাগের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের মাধ্যমে উত্তরপত্রসহ প্রশ্ন পাবার অভিযোগ উঠে, যা তদন্তাধীন রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে গত ১২ মার্চই অভিযুক্ত শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে প্রেরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
'প্রশ্নফাঁসে' অভিযুক্ত শিক্ষার্থীর নাম কুবি ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ প্রাপ্তদের তালিকায় থাকা নিয়ে এরইমধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসন বলছে বিভাগ থেকে মনোনয়ন করা শিক্ষার্থীদেরকেই তালিকায় রাখা হয়েছে। কিন্তু, এটি চূড়ান্ত তালিকা নয়, এটিকে খসড়া বলে দাবি করেন প্রশাসন। 
এদিকে বিভাগ বলছে, অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসন থেকে কোনোরুপ ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার কারণে বৃত্তি প্রাপ্তদের তালিকা তৈরির সময় প্রশ্নফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগের বিষয়টি প্রশাসনকে জানানো হয়নি। 
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান বলেন, 'প্রশাসন থেকে আমাকে এই ধরণের কোনো চিঠি দেয় নাই যে এই শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া যাবে না। আর তদন্ত কমিটি গঠিত হয়েছে শুধু শিক্ষকের বিরুদ্ধে। যে শিক্ষার্থীর কথা বলতেছেন সে ক্লাস- পরীক্ষা সবকিছুতে অংশগ্রহণ করেছে। প্রশাসন থেকে আমাকে শুধু বলা হয়েছে মেধা আর দারিদ্র্যতার ভিত্তিতে এই স্কলারশিপ দেওয়ার জন্য। তাহলে এই শিক্ষার্থীকে কীসের ভিত্তি বাদ দিব? যেহেতু এখনো অভিযোগ প্রমাণিত হয়নি। তারপরও প্রশাসনের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা তালিকা পাঠিয়েছি; এখন প্রশাসন যে সিদ্ধান্ত নিবে সেটাই চূড়ান্ত হবে।'
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে একাধিকবার মুঠোফোন কল দিয়েও পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, 'অনিয়ম করে মার্ক পাবার অভিযোগ আছে যার বিরুদ্ধে সে কোনোভাবেই এই স্কলারশিপ পাবে না। এটা (তালিকা) বিভাগ থেকে দেওয়া হয়েছে, আমরা আরও যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা করবো৷ প্রতিটা শিক্ষার্থীর পুরো একাডেমিক লাইফ দেখা হবে, শুধু নাম্বার ভালো এমন ভিত্তিতেই স্কলারশিপ দেওয়া হবে না। এটি একটা খসড়া তালিকা শুধু।'
উল্লেখ্য, চলতি বছরের ১১ মার্চ রাতে একটি মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের কাছে একটি অভিযোগ আসে। অভিযোগে বলা হয়, ওই বিভাগের একজন শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক কাজী এম আনিছুল ইসলামের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তিনি তাকে একাধিকবার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে সহযোগিতা করেছেন। মেইলে সেই শিক্ষার্থীর করা অভিযোগের স্বপক্ষে পর্যাপ্ত নথিপত্রও যুক্ত করা হয়। এ ঘটনায় ১২ মার্চ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তাকে বাধ্যতামূলক ছুটিতে প্রেরণ করে একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১০৩ তম সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল
ইনকিলাব মঞ্চ কুমিল্লার লিফলেট বিতরণ
যাত্রীর ফেলে যাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন ইজিবাইক চালক
বুড়িচংয়ে শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
র‌্যাগিংয়ে জড়িত থাকায় কুবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভিক্টোরিয়ায় ফিরলেন অধ্যক্ষ আবুল বাশার
গোপালগঞ্জ রণক্ষেত্র
কারফিউয়ের গোপালগঞ্জে থমথমে রাত
গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে কুমিল্লায় মহাসড়ক অবরোধ
কুমিল্লায় চোর সন্দেহে ‘গণপিটুনিতে’ আহত যুবকের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২