জাতীয়
বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ অনুষ্ঠিত ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয়
বর্ষ পরীক্ষায় নকলসহ অসদুপায় অবলম্বনের অভিযোগে ৮২ জন পরীক্ষার্থীকে
শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষার্থীদের উত্তরপত্র, কৈফিয়তপত্র, অভিযুক্ত পরীক্ষার্থীদের জবাব ও নকলের আলামত পরীক্ষা করা হয়।
বিজ্ঞপ্তিতে
জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম
আমানুল্লাহর সভাপতিত্বে পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া
হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর, অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার
ও সরকারি কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
পরীক্ষার্থীদের
সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল ছাড়াও কাউকে কাউকে এক বছর, তিন বছর ও চার
মাস পরীক্ষায় অংশ গ্রহণ করতে না দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা
হয়।