দেশকে এশিয়ান কাপে তুলে দিয়ে সোমবার গভীর রাতে দেশে ফিরে সকালেই ভুটান চলে গেছেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। ভুটানের নারী উইমেন্স লিগে এই দুই ফুটবলারসহ বাংলাদেশের চারজন খেলেন পারো এফসিতে। অন্য দুইজন সাবিনা খাতুন ও সুমাইয়া।
ভুটানে পোরো এফসির ক্যাম্পে যোগ দেওয়ার পর ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে ক্লাবটির কর্মকর্তারা। বাংলাদেশর দুই তারকা ফুটবলারকে অভিনন্দন জানিয়ে ক্লাবটি বলেছে, পারো এফসির পুরো পরিবার, আমাদের পুরুষ দলসহ বাংলাদেশ মহিলা ফুটবল দলের এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও তাদের এ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
অসাধারণ পারফরম্যান্সের জন্য ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমাকে আলাদা করে প্রশংসা করেছে ক্লাবটি। কেট কেটে ক্লাবের দুই তারকা ফুটবলারের সাফল্য উদযাপন করেছে তারা।
ঋতুপর্ণা চাকমা বাংলাদেশকে এশিয়ান কাপে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে মিয়ানমারের বিপক্ষে ঐতিহাসিক জয়ের দুই গোলই এসেছে তার জাদুকরী বাঁ পা থেকে। তিনি গত সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন।