শনিবার ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২
ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি উমর আকমলের
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১:২৮ এএম |







পাকিস্তানের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার উমর আকমল আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাঠের পারফরম্যান্স নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুমকি দিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।
বারবার এনওসি (অনাপত্তিপত্র) আবেদন খারিজ করার অভিযোগ তুলে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার পিসিবির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দেন।
সম্প্রতি গণমাধ্যমের সামনে এক সাক্ষাৎকারে উমর বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট সবসময় আমার অগ্রাধিকার ছিল। পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পেতে আমি অনেক বড় বড় লিগ খেলিনি। কিন্তু আজ মনে হচ্ছে, সেই সিদ্ধান্তগুলো ভুল ছিল। আমি কখনও ভাবিনি, আমাকে এমনভাবে ব্যবহার করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমি জানি না, পিসিবির কোন ব্যক্তি মনে করে আমি ক্রিকেট খেলার যোগ্য নই। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আবার (খেলার) সুযোগও দেওয়া হচ্ছে না।’
‘আমি ক্যামেরার সামনেই বলছি -এমন কিছু খেলোয়াড় আছে যারা পাকিস্তানের ভাবমূর্তির বড় ক্ষতি করেছে, শাস্তিও পেয়েছে। তবু তারা এখন জাতীয় দলে গুরুত্বপূর্ণ সদস্য। অথচ আমাকে বাইরে রাখা হচ্ছে’- অভিযোগ করেন উমর।
আগেও এনওসি জটিলতায় ভুগেছেন উমর। আগের এক ঘটনার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘আগেও এনওসি নিয়ে সমস্যায় পড়েছিলাম। তখন আমি ১২ থেকে ২৫ তারিখ পর্যন্ত এনওসি চেয়েছিলাম, কিন্তু আমাকে ২০ তারিখ রাতে এনওসি দেওয়া হয়। এতে আমার চুক্তি পুরোপুরি নষ্ট হয়ে যায়, আর্থিক ক্ষতির সম্মুখীন হই।’
সম্প্রতি সুইজারল্যান্ডে আয়োজিত আইসিসি অনুমোদিত টি-টোয়েন্টি লিগে খেলার জন্য এনওসি আবেদন করেন উমর। তবে এখনো পিসিবির কোনো সাড়া পাননি।
উইকেটরক্ষক এই ব্যাটার বলেন, ‘আমি আবারও আবেদন করেছি, কিন্তু এখনও এনওসি দেওয়া হয়নি। লিগ যদি আইসিসি অনুমোদিত না হতো, তাহলে আমি কেনই বা আবেদন করতাম?’
পিসিবিতে কর্মরত সাবেক ক্রিকেটারদের ওপর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন উমর। তিনি বলেন, ‘যারা এখন সিদ্ধান্ত নিচ্ছেন, তারাও একসময় খেলোয়াড় ছিলেন। তাদের কাছ থেকে এমন আচরণ খুবই লজ্জার।’
৩৫ বছর বয়সী উমর এখনও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন। সেটি না হলে ফ্যাঞ্চাইজি লিগের খেলার পেতে চান তিনি। উমর বলেন, ‘আমি এখনও খুব বেশি বয়স্ক নই। আমার ক্যারিয়ারে সময় আছে। যদি পাকিস্তানের হয়ে খেলার সুযোগ না পাই, তার মানে এই না যে নিজেকে শেষ করে দেব। অনেক খেলোয়াড় আছে, যারা আমার চেয়েও বেশি বয়সে জাতীয় দলে খেলছে, লিগেও খেলছে।’
আইনি পদক্ষেপের ইঙ্গিত করে উমর বলেন, ‘তারা এনওসি পাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না। যদি আমি মিডিয়ার সামনে প্রমাণ নিয়ে আসি, তখন মানুষ বিচার করতে পারবে। অন্তত তাতে আমার মনে কিছুটা শান্তি আসবে।’
উমর আকমলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলেছেন তিনি।
পাকিস্তানের হয়ে ৮৪টি টি-টোয়েন্টি খেলেছেন উমর। ১২২ স্ট্রাইক রেটে ১৬৯০ রান করেছেন। যেখানে রয়েছে ৮টি অর্ধশতক। উমর আকমলের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০১৯ সালে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার তিতাসে রাস্তার পাশ থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
ডিসেম্বরের মধ্যে নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কুমিল্লা বোর্ডের ফলাফলে কেনো ধ্বস নামলো?
১১ জুলাই ‘প্রথম প্রতিরোধ দিবস -আসিফ মাহমুদ
বিচার-সংস্কার ছাড়া এদেশে নির্বাচন হতে দেব না : ছাত্রশিবির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বোর্ডের ফলাফলে কেনো ধ্বস নামলো?
কুমিল্লা বোর্ডে কমেছে পাশের হার ও জিপিএ-৫
কুমিল্লায় এসএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা
শতভাগ পাস মাত্র ২২টি প্রতিষ্ঠানে
বাড়ছে কুমিল্লার গোমতী নদীর পানি, ভাসছে কৃষকের ফসল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২